সিনট্যাক্স হাইলাইটর কি? কেন , কিভাবে ব্যবহার করতে হয়?

ওয়ার্ডপ্রেসের নাম শুনেন নাই এমন ব্লগার খুজে পাওয়াই ভার। ওয়ার্ডপ্রেস হলো রেডিমেট স্ক্রিপ্ট প্যাকেজ , যার সাহায্যে অল্প জানা ব্লগারও সহজে এটি চালাতে পারবে।ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আর কিছু লিখতে চাইনা কারন ব্লগাররাই আমার চেয়ে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ভালো জানেন, এবার কাজের কথায় আসি।আর আমরা যারা নিজস্ব হোষ্টে ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তারা কম বেশি প্লাগিনের প্রয়োজনীয়তা অনুভব করি এমনকি অনেক ধরনের প্লাগিন ব্যবহার করেও থাকি , আজকে এমনই এক প্লাগিনের কথা আপনাদের সামনে তুলে ধরবো, লেখার মাঝে কোন প্রকার ভুল হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে জানাবেন কোথায় ভুল করলাম। চলুন দেখি —

সিনট্যাক্স হাইলাইটরঃ

সিনট্যাক্স হাইলাইটর ওয়ার্ডপ্রেসের প্লাগিন। এটি জাভাস্কিপ্ট কোড দ্বারা তৈরী করা হয়েছে , এটি তৈরী করেছেন Alex Gorbatchev.

সিনট্যাক্স হাইলাইটর কেন ব্যবহার করবোঃ

এখন অনেক ব্লগারই আছেন যারা বেশীর ভাগই টিউটোরিয়াল পোষ্ট লেখেন তাদের জন্য একটা কাজের প্লাগিন। এই প্লাগিনের কাজ হলো কোডকে হাইলাইটস করা। আমরা যারা পোষ্ট লেখার সময় টিউটোরিয়াল হিসাবে কোড ব্যবহার করি নরমালি ভাবে কোড ভালোভাবে প্রদর্শন করে না , কোড ভুলোও দেখায়। এই প্লাগিন আপনাকে সেই ঝামেলা থেকে মুক্তি দেবে। আমি একটা উদাহরন দেই , মনে করুন আমি এই পোষ্টে নরমালিভাবে কোড লিখলাম

স্কিনসট দেখুন

Normalview image
বড় করে দেখতে চাইলে এইখানে ক্লিক করুন

এই খানে খেয়াল করুন অনেক চিহ্ন ভুল দেখাচ্ছে যেমনঃ ” ‘ , ~ এরকম আরো অনেক কোড ভুল দেখায়।

আবার এই প্লাগির এই ব্যবহার করে লিখি স্কিনসট দেখুন

jsview image

বড় করে দেখতে চাইলে এইখানে ক্লিক করুন
এখানে সোর্স বাটন আছে , যার মাধ্যমে সোর্স ভিউতে দেখতে পারবেন।

সিনট্যাক্স হাইলাইটর সেটাপের নিয়মঃ

  • প্রথমে এই লিংক থেকে প্লাগিনটি ডাউনলোড করেন , তারপর আপনার সার্ভারে wp-content—> plugins ফোল্ডারে আপলোড করুন
  • এরপর আপনার ড্যাসবোর্ড থেকে আপনার প্লাগিনটি এ্যাক্টিভ করুন দেখুন ড্যাসবোর্ড মেনুর বাম পাশে SyntaxHighlighter নামে একটি মেনু তৈরী হয়েছে এখানে যান
  • তারপর আপনার পছন্দমত কনফিগার করুন

sytanx settings screen shot
বড় করে দেখতে চাইলে এইখানে ক্লিক করুন

আপনি color theme থেকে আপনার পছন্দমত কালার ষ্টাইল ব্যবহার করতে পারেন , বাকি সেটিংসগুলো অপরিবর্তিত রাখুন
এখন আসুন দেখি কিভাবে আপনার পোষ্টে এটি ব্যবহার করবো। আপনার নতুন পোষ্টে যান , মনে করুন এখন আপনি পোষ্টের ভিতর কোড লিখবেন তাহলে
code write

[নোটঃ পোষ্ট কিন্তু অবশ্যই html ভিউতে লিখবেন]

তারপর পোষ্টি প্রকাশ করুন , আর দেখুন কি যাদু! আজ আসি আবার আসবো আপনাদের মাঝে ভালো লাগলে মন্তব্য প্রদান কইরেন। ভাল থাকুন সুস্থ থাকুন।

2 thoughts on “সিনট্যাক্স হাইলাইটর কি? কেন , কিভাবে ব্যবহার করতে হয়?”

  1. অনেক অনেক ধন্যবাদ ভাই। ওয়ার্ডপ্রসের উপর টিউটরিয়ালবিডির টিউটরিয়ালগুলো অনন্য আর এর সাথে আপনার টিউটরিয়ালগুলো যুক্ত হয়ে আরও মানসম্পন্ন হচ্ছে টিউটরিয়ালগুলো। আমি নিজের কিছুদিন পরে এই প্লাগিনটা দরকার হবে। ভাল থাকুন। আপনার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতার উপর পোস্টের আশায় রইলাম।

Leave a Comment