ওয়েব ডিজাইনারদের দরকারী ১২ টি পোর্টেবল সফটওয়্যার

বিভিন্ন সময় অসময় খুটি নাটি কিছু সফ্টওয়্যার ব্যবহার করতে হয়। আর কাজ করতে গেলে সেটআপ করে কাজ করাটা আরও একটা কষ্টের বেপার। তাই এখানে বেশ কিছু সফটওয়্যারের তালিকা দেওয়া হলো। অধিকাংশ লোকের বিশেষ করে ওয়েব উন্নয়েনর সাথে জরিত ব্যক্তিদের বেশি কাএ লাগবে। তা হলে শুরু করি-

১. KompoZer Portable

KompoZer Portable

KompoZer Portable অত্যন্ত চমৎকার একটি HTML ইডিটর সফটোয়্যার। এটি নোটপ্যাডের চেয়ে অনেক ভাল বলা চলে, অবশ্য দেখতে অতটা সুন্দর নাও লাগতে পারে। ইন্টলের ঝামেলা মুক্ত এ সফটওয়্যারটি রাখতে পারেন হাতের নাগালে।

২. Firefox Portable Edition

Firefox Portable Edition

মজিলা ফায়ারফক্স ছাড়া অনেকে (আমি নিজেও) চলতেই পারে না। আর তাই পেনড্রাইভে সজতে রাখুন পোর্টেবল এ ফায়ারফক্সটি।

৩. GIMP Portable

GIMP Portable

ছবি সম্পাদনার সফটওয়্যার গিম্পের সাথে আনেকেই পরিচয় আছে। অনেক সময় ফটোশপের ইন্সটলের ঝামেলা আর অধিক রিসোর্স টানার কারনে আপনার পছন্দের তালিকায় এ পোর্টেবল গিম্পও থাকতে পারে।

৪. AMP Font Viewer

AMP Font Viewer

ছোট একটি ফন্ট দেকার সফটওয়্যার এটি। অনেক সময় কাজে লেগে যেতে পারে।

৫. 7-Zip Portable

7-Zip Portable

ZIP, RAR, TAR, GZ ইত্যাদি ফাইলগুলো সহজে আনজিপ করতে এবং জিপ ফাইল বানাতে হাতের কাছেই রাখুন সেভেন-জিপ সফটওয়্যারটি। আল্প সময়েই্আপনার কাজটি সহজে করে দিতে পারে এ পোর্টেবর সফ্টওয়্যারটি।

৬. PhotoFiltre

PhotoFiltre

গিম্পের কাছাকাছি আরেকটি সফটওয়্যার ফটোফিল্টার। খুব অল্প সময়ে ছবি সম্পাদনার ছোট খাটো কাজগুলো করতে পারবেন এটি দিয়ে। ছবি ক্রপ করা বা রিসাইজ করার মতো দৈনন্দিন কাজগুলো করতে ইন্সটলের ঝামেলামুক্ত ফটোফিল্টার ব্যবহার করতে পারেন।

৭. Inkscape Portable

Inkscape Portable

ইঙ্কস্ক্যাপ অনেকটা কোরারড্রয়ের মতো দেখতেকাজের দিক থেকে ইলাস্ট্রেটরের কাছাকাছি ভেক্টর ইডিটিং সফটওয়্যার। পোর্টেবল ভার্শনটি বেশ শক্তিশালীই মনে হয়েছে আমার কাছে।

৮. AbiWord

AbiWord

অদিকাংশ লোকই তাদের বিভিন্ন ডকুমেন্ট এমএসওয়ার্ডে করে থাকে । আর তাই পোর্টেবল .doc ফাইল সম্পাদনার একটা ভাল সফট হলে কেমন হয়?

আপনার জানা থাকলে আমাদের জানান

এছাড়াও অনকে অনেক পোর্টেবল সফ্টওয়্যার আছে। আপনাদের কোন ভাল পোর্টেবল সফ্টওয়্যারের কথা জানাতে পারেন মতামতে। আশা করি আমার এ লেখাটি ভাল লেগেছে।

Leave a Comment