ছবি সম্পাদনার ৬টি মান সম্পন্ন ওয়েব টুল

ওয়েব এপ্লিকেশনগুলোর ব্যবহার দিন দিন বেড়েই চলছে । এর এ বেড়ে চলাকে কেন্দ্র করে নানাধর্মী বিনামূল্যে প্রদানকৃত ওয়েব সফটওয়্যারের জন্ম। ছবি সম্পাদনার জন্য সবার কম্পিউটারেরই পেইন্ট, ফটোশপ সহ নানা ধরনের সফ্টওয়্যার সেটআপ করা থাকে। ওয়েবে ছবি সম্পাদনার টুলের সংখ্যাও কম নয়। তবে ভাল মানের কিছু ওয়েবওয়্যার নিয়ে আজ হাজির হলাম।

১. Pixlr

Pixlr - screen shot.

ফ্লাস নির্ভর ছবি সম্পাদনার খুবই মান সম্পন্ন একটি টুল Pixlr ইন্টারফেসটা দেখতে অনেকটা ফটোশপের মতো। এটি তে সিলেক্ট করার জন্য মেজিক ওয়ান্ড সহ বেশ ভাল ভাল টুল আছে।

২. Splashup.

Splashup - screen shot.

Splashup এর মাধমে সরাসরি ফ্লিকার, পিকাসা ও ফেসবুকের ছবি একসেস করে সম্পাদনা করা যায়। এটির মাধ্যমে সহজে ওয়েব ক্যামেরা থেকে ছবি নিয়েও কাজ করা যায়। এখানে লেয়ার ও ফিল্টারের ইফেক্টের সুন্দর ব্যবহার লক্ষনীয়।

৩. Phoenix

Phoenix - screen shot.

Phoenix দিয়ে অনলাইন ও ডেস্কটপ ছবি সহজে সম্পাদনা করা যায়।

৪. pixer.us

pixer.us - screen shot.

আপনি যদি খুব সাধারন কোন ছবি সম্পাদনার টুল খোজেন তাহলে কাজের জন্য ছবি pixer.us কে পছন্দ করতে পরেন। PNG, JPG, GIF, or BMP ইত্যাদি ফাইলকে সহজে ক্রপ, রোটেড ইত্যাদি করতে ব্যবহার করতে পারেন।

৫. FotoFlexer

FotoFlexer - screen shot.

নানা ধরনের ইফেক্ট সমৃদ্ধ ছবি সম্পাদনা সাইট এটি । Flickr, Picasa, Photobucket, Facebook, MySpace সহ বিভিন্ন ওয়েবের ছবি সরাসরি সম্পাদনা করা যায় ফটোফ্লেক্সারে।

৬. SUMO Paint

SUMO Paint - screen shot.

বিভিন্ন ধরনের আকৃতি অংকন করা যায় এখানে। ব্রাসের ব্যবহার সহ বেশ কিছু নতুন ধরনের কাজ করা যায় এখানে। নতুন ফাইল তৈরী ও সংরক্ষণ করার সুন্দর ব্যবস্থাপনা আছে সোমো পেইন্টে।

আপনার কোনটি ভাল লেগেছে জানি দিন মতামতে। আগেও একটি পোস্টে অনলাইন ভিডিও টুল নিয়ে পোস্ট করেছিলাম প্রয়োজনে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রিভিও পোস্টটি।

Leave a Comment