জুমলা টিউটরিয়াল ম্যানুয়্যাল ইন্সটল ও এক ক্লিক ইন্সটল পদ্ধতি

এক ক্লিক ইন্সটল

আজ দেখাব কিভাবে সার্ভারে জুমলা সেট আপ করতে হয়। হোস্টিং সার্ভারের ১ ক্লিক ইনষ্টল পদ্ধতিতে জুমলা সেটআপ করা যায়। এজন্য প্রথমে আপনার হোস্টিং সার্ভারে লগিন করুন। তারপর নিচের মত পেজ আসবে।

(সম্পাদকিয়: টিউটোবিডি ডট কমের বিখ্যাত লেখক রাসেল যোগ দিয়েছেন টিউটরিয়ালবিডিতে। আর লেখা টিউটরিয়ালগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে এখানে। আশা করি সবাই উপকৃত হবেন।)

http://www.rongmohol.com/uploads/1805_joomla_tutorial-3.png

এখন তিনটি ধাপে জুমলা ইনষ্টল করতে হবে।

  • ১। ডোমেইন অ্যাড
  • ২। মাইএসকিউএল ডাটাবেস তৈরি
  • ৩। জুমলা ইনষ্টল
  • ১। ডোমেইন অ্যাডঃ Addon Domains এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_tutorial-4.png

    তারপর আপনার কাঙ্খিত ডোমেইন দিয়ে ক্লিক করুন। তারপর

    ২। MySQL Databases এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_tutorial-5.png

    এখানে যে কোন একটি নাম দিয়ে একটি ডাটাবেস তৈরি করুন।

    ৩। জুমলা ইনষ্টলঃ iVista – Easy Script Installation এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে।

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_tutorial-1.png

    এখান থেকে আপনার ডোমেইন নির্বাচন করে Proceed এ ক্লিক করুন। তারপর বিভিন্ন স্ক্রিপ্ট এর তালিকা আসবে। এখানে থেকে জুমলা ১.৫ এর ডানে Install Now এ ক্লিক করুন।

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_tutorial-2.png

    তারপর Complete এ ক্লিক করুন।

    ব্যস হয়ে গেল সার্ভারে জুমলা ইনষ্টল। আপনি সফলভাবেই পেরেছেন।

    পরবর্তী পর্বে কিভাবে জুমলা বাংলা করা যাবে তা দেখানো হবে।

    ম্যানুয়্যাল ইন্সটল

    এর আগে জুমলা ইনষ্টল দেখিয়েছি। কিন্তু সেটা হোস্টিং সার্ভারে অটো ইনষ্টল। অনেকের সমস্যা থাকার কারনে আজ পোষ্ট করছি কিভাবে ম্যানুয়ালি জুমলা ইনষ্টল করতে হয়। আসুন একপলক দেখি

    ডাউনলোড:

    জুমলার লেটেস্ট ভার্সন আপনারা এখানে থেকে ডাউনলোড করুন।

    প্রয়োজনীয় উপকরন:

    সার্ভারে জুমলা ইনষ্টল করতে হলে আপনার সার্ভারের তথ্য লাগবে। যে ডোমেইনে জুমলা ইনষ্টল করবেন সে ডোমেইন অবশ্যই পূর্বে অ্যাড করা থাকতে হবে। আপনার যা যা লাগবে

    • ১। হোস্টের নাম: (এটি হতে পারে localhost, sql**.hostserver.com)
    • ২। ডাটাবেজের নাম: জুমলা ইনষ্টলের জন্য একটি ডাটাবেজ লাগবে। হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে একটি ডাটাবেজ তৈরি করে নিন।
    • ৩। ডাটাবেজের পাসওয়ার্ড: ডাটাবেজ তৈরি করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন তা।

    আপনার কাছে উপরোক্ত ৪ টি তথ্য থাকলে আপনি জুমলা ইনষ্টলের জন্য প্রস্তুত। এছাড়াও একটি সঠিক ই-মেইল ঠিকানার প্রয়োজন হবে।

    ইনষ্টল পক্রিয়া:

  • ৪। ডাটাবেজ ইউজার নেম: ডাটাবেজের ইউজারনেম দিতে হবে।
  • প্রথমেই জুমলার প্যাকেজটি ডাউলোড করে আপনার কাংখিত ডোমেইনের রুটে আপলোড করুন। খেয়াল রাখবেন কোন ফাইল যেন মিস না হয়। আপনি যে কোন পদ্ধতিতে (সি প্যানেলের ফাইল ম্যানেজার বা এফটিপি) আপলোড করতে পারেন। তারপর আপনার ডোমেইন ব্রাউজারে লিখে এন্টার করুন। তাহলে জুমলা কোন কনফিগারেশন ফাইল না পেয়ে ইনষ্টলার চলে আসবে চিত্রের মত।

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_install-1.gif

    এখানে ভাষা (ইংরেজি বা বাংলা) নির্বাচন করে নেক্সট করুন। এরপর আপনার সার্ভারের ইনফরমেশন জুমলা Pre-installation Check করবে। এখানে সবুজ রঙে সব রেজাল্ট দেখালে আপনি জুমলা ইনষ্টল করতে রেডি

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_install-2.gif

    নেক্সট করুন। তারপর License এগ্রিমেন্ট আসবে। এখানে নেক্সট করার মাধ্যমে আপনি স্বীকার করছেন জুমলার ব্যবহারের শর্তাবলীতে আপনি রাজী।

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_install-3.gif

    নেক্সট করুন। নিচের মত আসবে

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_install-4.gif

    এখানে Basic Settings এ আপনার সার্ভারের ইনফরমেশনগুলো দিন। তারপর নেক্সট এ ক্লিক করুন। আপনার ইনফরমেশনগুলো সঠিক হলে নিচের মত FTP Configuration আসবে। এখানে No সিলেক্ট করে নেক্সট করুন

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_install-5.gif

    তারপর Main Configuration আসবে। এখানে সাইটের নাম এবং অ্যাডমিনের ইমেইল ও পাসওয়ার্ড দিন।

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_install-6.gif

    আপনি চাইলে নিচের Install Sample Data তে ক্লিক করে স্যম্পল হিসেবে পোষ্ট ইনষ্টল করতে পারেন। তাহলে অটোমেটিক্যালি ক্যাটাগরি, সেকশন এবং কিছু মডুল এবং আর্টিকেল প্রাথমিক অবস্থায় হয়ে যাবে। আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে এটি ইনষ্টল করাই ভাল।

    তারপর নিচের মত পেজ আসলে বুঝবেন আপনার সাইটে জুমলা সফলভাবে ইনষ্টল করা হয়েছে।

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_install-7.gif

    এরপর আপনার সাইট থেকে installation নামের ফোল্ডারটি মুছে দিন। এটি জুমলার একটি সতর্কব্যবস্থা। তারপর www.আপনার সাইট/administrator ব্রাউজারে লিখুন। নিচের মত লগিন পেজ আসবে।

    http://www.rongmohol.com/uploads/1805_joomla_install-8.gif

    এখান থেকে লগিন করে সাইটের অ্যাডমিনে প্রবেশ করুন।

    আশাকরি সফলভাবেই ইনষ্টল করতে পেরেছেন। কোন সমস্যা হলে আমায় জানান। আমি সর্বদা সাহায্য করতে চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে টিউটোরিয়ালটি পড়ার জন্য।

    Leave a Comment