পর্ব ৪: কিভাবে byethost.com এর ফ্রি হোষ্টিংয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়

[ বিঃদ্রঃ এই পোষ্টটি মুলত আমার আগের এই টিউন দেখে যারা byethost.com থেকে হোষ্টিং নিয়েছিলেন পোষ্টটি তাদের জন্য ]
হয়ত আপনার ইতিমধ্যে ভাবা শুরু করেছেন যে , পাসওয়ার্ড পরিবর্তন তো খুবই সোজা এ নিয়ে আবার পোষ্ট লেখার কি দরকার ? তাহলে আমি লিখলামই বা কেন?
কারন Byethost.com হোষ্টিং এর পাসওয়ার্ড ডাটাবেজের এ্যাডজাষ্টেবল করা থাকে , আপনি যদি সরাসরি হোষ্টিং এর পাসওয়র্ড পরিবর্তন করেন তাহলে আপনার ব্লগটি ওপেন হবে না
-ডাটাবেজ পাসওয়ার্ড পরিবর্তন হওয়ার কারনে আর কোন তথ্য ব্লগে প্রদর্শন করতে পারে না কারন আপনার ইনস্টলকৃত ওয়ার্ডপ্রেসের wp-config.php ফাইলটি সয়ংক্রিয় ভাবে পরিবর্তন হতে পারে না।
এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে যা করতে হবেঃ

  • আপলোড করার সফ্টওয়ার ( Filezilla ) ওপেন করুন , আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
    Filezilla সফ্টওয়ারের ব্যবহার সম্পর্কে জানতে এই পোষ্টটি পড়ুন অথবা এইখান থেকেও পড়তে পারেন।
  • yourdomain.com—htdocs—> এই রুটে যান wp-config.php ফাইলটি খুজে বের করুন , wp-config.php ফাইলটি ডাউনলোড করুন , wp-config.php ফাইলটি নোটপ্যাড দ্বারা ওপেন করুন ( বি:দ্র: wp-config.php এই ফাইলটি ব্যাকাপে রাখুন , আর এই ফাইলটিকে কোড ইডিটর দ্বারা ওপেন করাই ভালো , নোটপ্যাড দ্বারা ওপেন করলে ফাইলটি নষ্ট হবার সম্ভাবনা থাকে ) define(‘DB_PASSWORD’, ‘XXXX’);

    ( বি:দ্র: এখানে XXXX বলতে আপনার পাসওয়ার্ডকে বুঝানো হয়েছে ) এই কোডটি খুজে বের করুন এবং

    define(‘DB_PASSWORD’, ‘XXXX’);

    এই কোডটটি আগের কোডের উপর রিপ্লেস করুন [ বিঃদ্রঃ ‘XXXX’ এটার বদলে আপনার পছন্দনুযায়ী পাসওয়ার্ড দিন , খেয়াল রাখবেন দুই পাশের দুইটা কমা চিন্হ যেন না উঠে যায় ]
    এবার ফাইলটি সেভ করুন এবং ফাইলটি পুনরায় yourdomain.com—htdocs—> এই রুটে আপলোড করুন , রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন
    এরপর হোষ্টিং প্যানেলে গিয়ে লগিন করতে হবে (http://panel.byethost.com/panel)
    এরপর Password এ যেতে হবে

    তারপর New Password এবং Confirm New Password এর খালি বক্সে আপনার wp-config.php ফাইলে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে Change Password বাটনে ক্লিক করুন।

    আজ এ পর্যন্তই। চোখ রাখুন আগামী পর্বে।

1 thought on “পর্ব ৪: কিভাবে byethost.com এর ফ্রি হোষ্টিংয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়”

  1. Wow, incredible blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your website is great, as well as the content!. Thanks For Your article about পর্ব ৪: কিভাবে byethost.com এর ফ্রি হোষ্টিংয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment