পর্ব ৩: কিভাবে আপলোড করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় পদ্ধতি ২ (ফ্রি ইউজারদের জন্য)

এটি একটি ধারাবাহিক টিউটরিয়াল। পড়ুন, সব গুলো পর্ব

ওয়ার্ডপ্রেস আপলোড করে ইনস্টল করার জন্য যা লাগবে

  • আপলোড করার সফ্টওয়ার ( ফাইল জিলা ) ফাইলজিলা ডাউনলোড লিংক
  • হোস্টিং এর আইডি আর পাসওয়ার্ড

(1) প্রথমে একটি ডাটাবেজ তৈরী করতে হবে , ডাটাবেজ তৈরী করার জন্য http://panel.byethost.com এই সাইটে যান , লগিন করুন

তারপর MySQL Database এ যান ,

1

Creat Database এর উপরের খালি বক্সে আপনার Database টির নাম দিন , তারপর Creat Database বাটনে ক্লিক করুন। মনে করুন আপনি Database টির নাম দিয়েছেন rm2334 তাহলে আপনার Database টির পুরা নাম হবে এরকম b10_56893_rm2334 .

2

(2) WordPress 3.O CMS Content টি ডাউনলোড করুন , ডাউনলোড লিংক

(3) ফাইলটি ডাউনলোড হয়ে গেলে

  • ফাইলটির উপর ডান বাটন ক্লিক করে Extract Here ক্লিক করুন , Extract Here না লেখা আসলে বুঝতে হবে আপনার পিসিতে Winrar ইনস্টল করা নাই এটি এখান থেকে ডাউনলোড করুন এবং ইনস্টল করুন
  • তারপর ওই WordPress ফাইল এ ফিরে যান , Extract করা হয়ে গেলে Extract কৃত ফোল্ডার (WordPress ফোল্ডার) টি ওপেন করুন ,
  • এই ফোল্ডারের ভিতরের সব ফাইল আপলোড করুন আপনার রুটে ,
  • রুটটি হলো yourdomain.com —htdocs—এইখানে ফাইলটি আপলোড করতে হবে। মনে করুন আপনার ব্লগ rm2334.cz.cc তাহলে Filezilla ওপেন করে লগিন করুন , এখন আপনার ব্লগ এ্যাড্রেস শো করছে তার উপর ডাবল ক্লিক করুন , htdocs আসবে তার উপর ডাবল ক্লিক করুন এখন ফোল্ডারটি খালি দেখাবে এখানে WordPress ফাইলগুলো আপলোড করুন
  • কিভাবে আপলোড করতে হয় তা এই টিউনটি থেকে দেখতে পারেন

WordPress টি আপলোড করা হয়ে গেলে ওয়েব ব্রাউজারে গিয়ে আপনার ব্লগ ঠিকানায় প্রবেশ করুন প্রবেশ করলে WordPress error দেখাবে , Creat a Configuration File এ ক্লিক করুন,

  • Let’s go এ ক্লিক করুন

21

  • Database Name এ আপনার Database টির নাম দিন
  • User Name এ আপনার MySQL User Id দিন
  • Password এ আপনার MySQL Password দিন
  • Database Host Name এ আপনার MySQL Host Name/server Name নাম দিন
  • Table Prefix wp_ এটি যেমন আছে তেমনি থাকবে
  • এবার Submit বাটনে ক্লিক করুন

31

  • Run The Install এ ক্লিক করুন

41

  • Site Name এ আপনার ব্লগের শিরোনাম দিন
  • User Name এ আপনার ব্লগের এ্যাডমিন User Name দিন
  • Password এ আপনার ব্লগের এ্যাডমিন Password দিন
  • Your mail এখানে আপনার email দিন , পাসওয়ার্ড হারিয়ে গেলে এই email লাগবে
  • Run বাটনে ক্লিক করুন

52

  • Login বাটনে ক্লিক করুন

61

  • এখন আপনি আপনার ব্লগে ভিজিট করুন দেখুন হয়ে গেছে
  • আপনার ব্লগের ড্যাসবোর্ড লিংক : http://www.yourdomain.com/wp-login.php

71

আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে।

Leave a Comment