পর্ব ২: কিভাবে নিজের সার্ভারে ফাইল আপলোড করবেন

এটি একটি ধারাবাহিক টিউটরিয়াল। পড়ুন, সব গুলো পর্ব

এ জন্য আপনার যা যা লাগবেঃ

  • আপলোড করার সফ্টওয়ার ( ফাইল জিলা ) ফাইল জিলা ডাউনলোড লিংক
  • আপনার সার্ভারের হোষ্ট নেম , ইউজার নেম , পাসওয়ার্ড

যেমনঃ

  • FTP Server: ftp.example.com
  • FTP User name (FTP/SQL): defaultid
  • FTP Password (FTP/SQL): *****

এখন আপনি ফাইল জিলা সফ্টওয়ারটি ওপেন করুন

filezilla

আপনার সার্ভারের হোষ্ট নেম , ইউজার নেম , পাসওয়ার্ড নিম্নক্তো জায়গায় বসিয়ে কানেক্ট বাটনে ক্লিক করুন ,

সার্ভারে প্রবেশ করা শুরু করে দেবে Server Connect status এ Directory successfully দেখাবে তাহলে আপনার সার্ভার রুট ফোল্ডার দেখাবে ,

এবার আমরা আপলোড করব

মনে করলাম আমরা rm2334.cz.cc সাইটের wp-content ফোল্ডারের upload ফোল্ডারে একটি ছবি আপলোড করব তাহলে ( ফ্রি ইউজারদের জন্য )

  • কানেক্ট বাটনে ক্লিক করার পর আপনার সাইট এড্রেস দেখাবে যেমনঃ rm2334.cz.cc সাইটটিতে ডাবল ক্লিক করুন ,
  • সেখানে htdocs দেখাবে সেটায় ডাবল ক্লিক করুন ,
  • আবার wp-content ফোল্ডারে ডাবল ক্লিক করুন ,
  • upload ফোল্ডারে ডাবল ক্লিক করুন তাহলে আমার যেখানে আপলোড করতে চেয়েছিলাম সেখানে পৌছালাম
  • এখন আমরা Local Area / My Computer এর যেখানে ছবিটি আছে খুজে বের করি [ বিঃদ্রঃ ব্যাকে যেতে চাইলে .. এই চিন্হ ক্লিক করলে ব্যাকে যাবে এবং ডাবল ক্লিক করার পর কিছুক্ষন অপেক্ষা করতে হবে , সার্ভার লোড হবার জন্য ]

ছবিটি খুজে পেলে ছবির ডান বাটন ক্লিক করে আপলোড ক্লিক করুন , এবার আপলোড নেয়া শুরু করবে।
খেয়াল রাখতে হবে যেন সার্ভার রুট ফোল্ডারে অন্য কোন ফোল্ডারে যাতে না থাকে নাহলে ছবিটি অন্য ফোল্ডারে আপলোড হয়ে যাবে ছবিটি আর নির্ধারিত জায়গায় পাওয়া যাবে না [ বিঃদ্রঃ ফাইল আপলোড করতে গেলে এই ম্যাসেজটি আসতে পারে

filezillaeror

এই ম্যাসেজ দ্বারা বুঝাচ্ছে যে অলরেডী কোন ফাইল আছে ,
এ ক্ষেত্রে আপনি ফাইলটি রিপ্লেস করতে পারেন অথবা ডিলেট / রিনেম করতে পারেন ] এভাবে আপলোড করতে হবে।
কোন সমস্যা হলে আমাকে জানান

2 thoughts on “পর্ব ২: কিভাবে নিজের সার্ভারে ফাইল আপলোড করবেন”

  1. ধারাবাহিকভাবে এত বিস্তারিত টিউটরিয়াল লেখার জন্য তাওহিদুল ভাইকে ধন্যবাদ। আশা করি। পরবর্তি টিউটরিয়ালগুলো শিঘ্রই পাব। টিউটরিয়ালবিডিতে আপনাকে প্রশিক্ষক হিসেবে পেয়ে আমরা গর্বিত।

Leave a Comment