ওয়ার্ডপ্রেস ৩+ এর সুবিধা সমৃদ্ধ ১০টি থিম

বেশ কিছুদিন আগেই রিলিজ হলো ওয়ার্ডপ্রেস ৩.০ । অনেকগুলো নতুন নতুন ফিচার নিয়ে এসেছে এটি। এর মধ্যে সবচেয়ে মজার ফিচারগুলো হলো- এতে পোস্টটাইপ বানানো যায়। যার ফলে বিভিন্ন ধরনের পোস্ট টাইপ বানিয়ে কাজ করা সম্ভব, যদিও এখনো এটির চর্চা ততটা ভাল ভাবে শুরু হয় নি। ছবি সম্পাদনা ও ফুচার পোস্টের ছবি ও ব্যাগ্রাউন্ডের ছবিও আপলোডের ব্যবস্থা আছে নতুন এ আপডেটে। আগে কাস্টম ফিল্ডের ডাটা উদ্ধারে যে বাড়তি ফাংশন ব্যবহার করা দরকার হতো তার ঝামেলা নাই। আর তাই আমাদের তো মনে হয় ওয়ার্ডপ্রেস ৩ এর সুবিধা সহ থিমগুলো ব্যবহার করা উচিত, মানে যেখানে ওয়ার্ডপ্রেস ৩ এর হিসেবে কোডিং করা হয়েছে। বেশ কিছু ফ্রি অথচ অনেকটা প্রিমিয়াম (যেগুলো কিনতে টাকা লাগে) এর মতো থিম ডাউনলোড করে নিতে পারেন।

1. The Morning After by WooThemes

ম্যাগাজিনের সাইটের জন্য উপযুক্ত এ থিমটি ইতি মধ্যে ১০০০০০ বার ডাউনলোড হয়ে গেছে। ইতি মধ্যে এটি কিনে নিয়েছে WooThemes এবং আরো কিছু আপডেট করেছে। তাহলে ডাউনলোডে দেরী কেন?
The Morning After Home →
Live Demo →

2. Structure by Organic Themes

ওয়ার্ডপ্রেস ৩ এর জন্য করা সুন্দর একটি থিম যার উপরের অংশে রয়েছে স্লাইডিং প্যানেল। যে কোন মানসম্প্ন্ন সাইট বানানো যেতে পারে এ থিমটি দিয়ে।
Structure Home →
Live Demo →

3. Mansion by GraphPaperPress

ফটোব্লগারদের জন্য এ থিমটি ওয়ার্ডপ্রেস ৩.০ এর সুবিধা সহ এসেছে। যারা শুধু তাদের ছবিগুলোকে সাজিয়ে রাখতে চায় তাদের জন্য এর তুলনা নাই।
Mansion Home →
Live Demo →

4. Twenty Ten by The WordPress Crew

এখন অবশ্য ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম হিসেবে এটি সবার নজর কেড়েছে। ওয়ার্ডপ্রেস তিন এর জন্য এটি সাজানো হয়েছে।
Twenty Ten
Live Demo →

5. Magazeen by WeFunction & Smashing Magazine

অনেক আগে থেকেই এ থিমটি জনপ্রিয়।এই থিমটি আপগ্রেড করা হয়েছে নতুন ভার্সনের জন্য।
Magazeen Home →
Live Demo →

6. Mystique by Digital Nature

ব্যক্তিগতভাবে এ থিমটি আমার একটি প্রিয় থিম। এটিতে ট্যাব উইজেটটি অনেকটা ইউনিক একটা ধারনা বলা যায়।
Mystique Home →
Live Demo →

7. AutoFocus+ by Fthrwght (Allan Cole)

AutoFocus+ছবি ব্লগারদের জন্য তৈরী করা থিম। ২২ পিক্সেল গ্রিড দিয়ে ডিজাইন করা এটি।
AutoFocus+ Home →
Live Demo →

8. Gadget by ThemeJam

Gadget থিমটি দিয়ে একটি সাইটের ডিজাইনও করেছি। পরিচ্ছন্ন এ থিমটি অনকের কাছে ভাল লেগেছে।
Gadget Home →
Live Demo →

9. Suffusion by Aquoid

সতেরটি বিভিন্ন রঙের আলোকে সাজানো হয়েছে এ থিমটি। গুগল ট্রানস্লেশন যুক্ত করা আছে তাই আরও মজা হবে।
Channel Home →
Live Demo →

10. Titan by The Theme Foundry

পরিচ্ছন্ন আরেকটি থিম। ফ্লিকার, টুইটার, ফিডবার্ণার  সহ আরও কিছু ফিচার যুক্ত আছে এটাতে।
Titan Home →
Live Demo →

1 thought on “ওয়ার্ডপ্রেস ৩+ এর সুবিধা সমৃদ্ধ ১০টি থিম”

Leave a Comment