ওয়েব ডেভলপারদের প্রিয় ১৩ টি গুগল ক্রোম এক্সটেনশন

গুগলক্রোম অনেকটা ফায়ারফক্সের এডনের মতোই নিজের কাজের পরিধিকে বৃদ্ধি করতে এক্সটেনশন ব্যবহার করা যায়। আর এই সুবিধাটিই গুগলক্রোমকে আরো এগিয়ে যেতে। ওয়েব ডেভলপারদের মাঝে গুগলক্রোম ব্যপক সারা জাগানোর কারন এর  চমৎকার সব এক্সটেনশন। আজ কিছু এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দেব।

Color Picker

google chrome extensions

কালার পিকার খুব সহজেই রঙের হেক্সডেসিমেল নম্বর বের করে দেয়।

Firebug Lite

google chrome extensions

মজিলা ফায়ারফক্সে ফায়ারবাগের উপরে কিছু দিন আগেই একটি টিউটরিয়াল লিখেছিলাম। প্রায় কাছাকাছি এ এক্সটেনশনটি সহজে কোড এডিটিং করতে ও তা দেখার সুবিধা দেবে।

Domain Availability Checker

google chrome extensions

ডোমেইন চেক করার জন্য সহজ সমাধান দেবে এ এক্সটেনশনটি

Aviary Screen Capture

google chrome extensions

কয়েকদিন আগে মজিলার জন্য এভিরি ব্যবহার করেছিলাম। এখন দেখছি এর ক্রোম এক্সটেনশনও বেরিয়েছে। এর মাধ্যমে আপনি পাবেন স্ক্রিন ক্যাপচার করার সুবিধা।

Lorem Ipsum Generator

google chrome extensions

ডিজাইনের জন্য ডামি টেক্সট বানাতে ব্যবহার করা যাবে এটি।

IE Tab

google chrome extensions

গুগল ক্রোমে যদি কেউ ইন্টারনেট এক্স এর মতো করে ব্রাউজ করার সুবিধা দিবে এটি।

MeasureIt!

google chrome extensions

পিক্সেল মাপার জন্য রুলারটি ব্যবহার করতে পারবেন।

PlainClothes

google chrome extensions

স্টাইল পরিবর্তন করার অনণ্য টুল এটি।

Eye Dropper

google chrome extensions

কোন ওয়েবসাইটের কোন অংশের রং সংগ্রহ করার জন্য আই ড্রপার আছে পাসে।

Speed Tracer

google chrome extensions

আপনার ওয়েব এপ্লিকেশনের পার্ফমেন্স যাচাই করুন এটি দিয়ে।

Pendule

google chrome extensions

ডেবলপারদের জন্য পেন্ডুল এসেছে।

Resolution Test

google chrome extensions

বিভিন্ন রেজুলেশনে দেখুন আপনার বানানো সাইটটি।

Snippy

google chrome extensions

স্নিপি দিয়ে ওয়েবসাইট ডাউনলোড করতে পারবেন।

ছবি ও তথ্য সূত্র

Leave a Comment