২০ টি ই-কমার্স ওয়ার্ডপ্রেস থিম

ওয়ার্ডপ্রেস ইদানিং ওয়েব দুনিয়ার সব ধরনের কাজ করতে বসে আছে। ই-কমার্স সাইটের জন্য ওস-কমার্স সহ আরও দশ বারোটা সিএমএস বসে আছে। কিন্তু থিম ডিজাইনাররাও ই-কমার্সের সুবিধাসহ থিম ডিজাইন করে বসে আছে। সবচেয়ে মজার বেপার হলোর এগুলোর বেশিভাগই বিনামূল্যে পাবেন।
তাহলে পরিচয় হোক ওয়ার্ডপ্রেস ইকমার্স থিমগুলোর সাথে:

1. Store

ecommerce wordpress themes

খুব সহজে সেটআপ করা যায়। এবং সুন্দর ইন্টরফেস ডিজাইন রয়েছে থিমটিতে।

2. Ecommerce Theme

ecommerce wordpress themes

এটি অত্যন্ত জনপ্রিয় একটি থিম। বাড়ি থেকে যে কোন কেনা বেচার জন্য এটি ব্যবহার করতে পারেন।

3. AppCloud

ecommerce wordpress themes

পরিচ্ছন্ন ও প্রফেশনাল ডিজাইনের থিম এটি। দুইটি কলামের থিমটিতে ফিচার কনটেন্টের সুন্দর ব্যবস্থাপনা রয়েছে।

4. eShop

ecommerce wordpress themes

ক্রেতা ও বিক্রেতা উভয়েরজন্য রয়েছে সুন্দর একটি ইন্টারফেস।

5. WP Store

ecommerce wordpress themes

ক্রেতারা খুবসহজেই নিজের একটি দোকান বানিয়ে ফেলতে পারে এই থিমের ওয়ার্ডপ্রেস সাইট থেকে।

6. Auction Theme

ecommerce wordpress themes

দর কষাকষির ব্যবস্থা রয়েছে এই প্রিমিয়াম থিমটিতে।

7. Market Theme

ecommerce wordpress themes

থিমটি অনেকটা ব্লগের মতো দেখালেও গ্রিডের মাধ্যমে সাজিয়ে রাখার ব্যবস্থা আছে প্রয়োজনীয় জিনিস।

8. Kidz Store

ecommerce wordpress themes

উজ্জল আলোর থিম।

9. StorePress

ecommerce wordpress themes

পেপাল সংযুক্ত প্রিমিআম থিম এটি।

10. eGoods

ecommerce wordpress themes

পেপালের মাধ্যমে ডাউনলোডকৃত পণ্যসমুহ বিপনণ করার জন্য দারুন থিম এটি।

11. Vanilla Cart

ecommerce wordpress themes

খুবই হালকা এ থিমটি সাদামাটার মধ্যে সুন্দর।

12. Color Cart

ecommerce wordpress themes

13. Cherry Cart

ecommerce wordpress themes

14. Classified Ads Theme

ecommerce wordpress themes

15. folioShop

ecommerce wordpress themes

16. ClassiPress

ecommerce wordpress themes

17. wpShop

ecommerce wordpress themes

18. Simple Cart

ecommerce wordpress themes

19. Tobashop

ecommerce wordpress themes

এটি eshop নামক আরেকটি সিএমএসের সাথে সংযুক্ত শক্তিশালী সিএমএস

20. enVirashop

ecommerce wordpress themes

3 thoughts on “২০ টি ই-কমার্স ওয়ার্ডপ্রেস থিম”

    1. @nijhumdip, আমরা তো সব সময় ফ্রি খুজি। প্রোগ্রামাররা এতো কষ্ট করে কাজ করলো আর আপনি তাকে কোন টাকা না দিয়েই কাজ সেরে ফেলবেন… 😀

Leave a Comment