পৃথিবী নাকি দিন দিন ছোট হচ্ছে। কম্পিউটারের প্রোগ্রামগুলোও একটি কম্পিউটারে না থেকে ভৌগোলিক সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় Desktop Application এখন হচ্ছে অনলাইন সংস্করণ। বিভিন্ন অফিসের কাজের সফটগুলোও একইভাবে পরিবর্তিত হচ্ছে। এখানে হাজার হাজার ওয়েব এপ্লিকেশনের কয়েকটি তুলে ধরা হলো:
বেশ কয়েকদিন আগে ৯৬০ গ্রিডের উপরে একটি রিভিউ লিখেছিলাম আশা করি দৈনন্দন কাজে ওয়েব এপ্লিকেশনের ব্যবহার দিন দিন বাড়বে।
ডিজাইনের জন্য
280 Slides
২৮০ স্লাইড এর মাধ্যমে খব সহজেই সুন্দর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারবেন। ব্যক্তিগত ও অফিসিয়াল
Pixlr
এটি একটি ছবি সম্পাদনার জন্য ওয়েব সফটওয়্যার। অনেকে এটাকে ফটোশপের সাথে তুলনা করে থাকে।
Aviary: Phoenix
Aviary’s Phoenix আরও একটি নান্দনিক ও শক্তিশালী আনলাইন ছবি সম্পদনার সফটওয়্যার। এটাতে বেশ কিছু ফটোশপ ইফেক্ট দেখা যায়।
Kuler
রং পছন্দ করতে কুলারের জুরি নেই। সহজভাবে ওয়েবের জন্য রং বাছাই করতে আপনাকে সহযোগিতা করবে, এটি।
Krop
অনলাইন পোর্টফলিও বানানোটা এত সহজ তা ক্রপ ব্যবহার না করলে বুঝা যায় না। এখানে আগেই ডিজাইন করা কিছু টেমপ্লেট আছে । কিছু ছবি আপলোড করে আর কিছু কথা লিখে দিলেই আপনার পোর্টফলিও সাইটের ডিজাইন হয়ে যাবে।
ব্যবসায়ীক
InvoiceMachine
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ইনভয়েজ বানাতে একান্তভাবে সহায়তা করবে এটি। নিজস্বভাবে বেশ কিছু ডিজাইনের বিল্ডইন ইনভয়েজ সার্ভিস পাবেন এখান থেকে।
Outright
নিজের ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন আউটরাইটে।
Ballpark
ইনভয়েজ বানাতে এটি আরো একটি সুন্দর সাইট। এখানে নিজস্ব লগো সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
Penzu
অনলাইনে নিজের একটি ডায়েরী করার জন্য পেনজু আছে আপনার পাসে। ব্যক্তিগত তথ্যগুও সুন্দরভাবে গুছিয়ে রাখুন এখানে। এটা দেখতে ঠিক ডায়েরীর পাতার মতোই এবং ব্যবহার বান্ধব।
চমৎকার কিছু ওয়েব এপ্লিকেশন নিয়ে লিখেছেন। এইসব এপ্লিকেশন পিসিতে এক গাদা সফটওয়্যার ইন্সটলের ঝামেলা থেকে বাঁচিয়ে দেয় 🙂
@ইমতিয়াজ মাহমুদ, ইন্টারেনেটের গতি বাড়লে ওয়েব এপ্লিকেশনগুলো ডেস্কটপ এপ্লিকেশনের জায়গা দখল করবে। আর সব জায়গা থেকে কোন এপ্লিকেশনের একসেস সুবিধাই এটা প্রসারের জন্য পজিটিভ ভুমিকা পালন করবে। ধন্যবাদ ইমতিয়াজ ভাই।
Pingback: ১০ টি ওয়েব এপ্লিকেশন যা হতে পারে দৈনন্দিন কাজের সঙ্গী « রোদ্দুর
আমরা বাংলাদেশের ইন্টারনেটের স্পীড দিয়ে এসব কাজে লাগাতে পারবো না । তারপরও খুবই কাজের বিষয় জানানোর জন্য অনেক ধন্যবাদ।
@তওহীদুল ইসলাম,আসলে ওয়েব এপ্লিকেশনের সবচেয়ে বড় সুবিধা এগুলো যে কোন অপারেটিং সিস্টেমে চালানো যায় এবং সেটআপের ঝামেলা নাই। আমার তো মনে হয় অদূর ভবিষ্যতে ওয়েব এপির ব্যবহার অনেক অনেক বৃদ্ধি পাবে। আর আমেদের দেশেও ই. স্পিড দিন দিন বাড়বে। ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য।
কিন্তু আমাদের দেশে কম গতির নেট এ ওয়েব এপ্লিকেশন গুলো কতটা সাফল্যের মুখ দেখবে সেইটা দেখার বিষয়।