সিএসএস-৩ এর জাদুর ছোয়ায়

সিএসএস-৩ ওয়েব জগতে আরও একটি মাইলফলক হিসেবে আবির্ভাব হলো। বেশ কয়েক দিন আগে সিএসএস-৩ এর মাধ্যমে গ্রাডিয়েন্ট এর বেপারে কাজ শুরু করেছিলাম। আগের দিনগুলোতে গ্রাডিয়েন্টের প্রয়োজন মেটানোর জন্য ছবি স্লাইসিং করে ব্যবহার করা হতো। এখন সিএসএস-৩ এইচটিএমএল-৫ আর জেকোয়েরীর রাজত্ব চলছে।

তহলে দেখে নেই মহান ব্যক্তিরা কিভাবে সিএসএস এর ব্যবহার করেছেন।

১. আমাদের সৌর জগত


এটাতে সিএসএস৩ দিয়ে সৌরজগত টি বানানো হয়েছে। ডেমো দেখুন এখানে

২. এনিমেটেড রোবট


সিএসএস এর মাধ্যমেই করা এই এটি-এটি রোবট।। দেখুন ডেমো

৩. সিএসএস৩ স্পাইডারম্যান

পিউর সিএসএস৩ দিয়ে বানিয়ছে এই রোবট।

৪. কত সুন্দর ঘড়ি তৈরী তৈরী হলো সিএসএস৩ দিয়ে

ভিডিওতে দেখুন:

৫. গেম বানানো যায় সিএসএসেই?

Benjamin Meyer বানিয়েছে এই সুন্দর এ গেমটি। ডেমো দেখুন এখানে আর আর চাইরলে ডাউনলোডও করতে পারেন তার তৈরীকৃত প্রোজেক্টটি
source

3 thoughts on “সিএসএস-৩ এর জাদুর ছোয়ায়”

  1. Pingback: মেয়েদের যে ৭টি গুন একজন ডিজাইনারের মাঝে থাকা উচিত | Masumul Haque

Leave a Comment