ইলাসট্রেটরে গিয়ার হুইল ডিজাইন

ভেক্টর গ্রাফিক্স তৈরিতে একটি অসাধারণ সফটওয়্যার ইলাসট্রেটর। প্রিন্ট মিডিয়া, ওয়েব গ্রাফিক্স, এনিমেশন ,ভিডিও সকল ক্ষেত্রেই ইলাসট্রেটরের ব্যবহার ব্যপকভাবে লক্ষনীয়। আমরা কিছু প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল এর মাধ্যমে এই সফটওয়ারের ব্যবহার শিখব এবং নিজস্ব সৃষ্টিশীলতার সংমিশ্রনে কিভারে দৃষ্টিনন্দন গ্রাফিক্স তৈরি করা যায় তা শিখব। আজ আমরা একটি গিয়ার হুইলের ডিজাইন তৈরির প্রজেক্ট দিয়ে শুরু করি ।

আমরা যা তৈরি করব একবার দেখে নেই……

 

 

প্রথমে ইলাসট্রেটর Open করে File menu থেকে new তে ক্লিক করে নিচের ছবির মত settings নির্বাচন করে দিতে হবে।

 

এরপর Ok বাটনে ক্লিক করলে একটি নতুন ডকুমেন্ট তৈরি হবে।
এখন tool bar থেকে Ellipse Tool টি Select করে dubble click করলে Ellipse window আসবে, এখান থেকে নিম্নোক্ত সেটিংস নির্বাচন করতে হবে।

 

এরপর Ok বাটনে ক্লিক করলে একটি Ellipse তৈরি হবে।
এখন tool bar থেকে Polygon Tool টি Select করে dubble click করলে Polygon window আসবে, এখান থেকে নিম্নোক্ত সেটিংস নির্বাচন করতে হবে।

 

এরপর Ok বাটনে ক্লিক করলে একটি Polygon তৈরি হবে।
তাহলে আমাদের তৈরিকৃত Ellipse এবং Polygon দেখতে নিচের মত হবে ।

 

এখন Window menu থেকে Alin সিলেক্ট করে Align Palette Open করতে হবে। Ellipse এবং Polygon উভয়ই এসাথে সিলেক্ট করে Align Palette থেকে Horizontal Align Center এবং Vartical Align Center এ ক্লিক করতে হবে।

 

তাহলে নিচের ছবির মত দেখাবে।

 

এখন শুধুমাত্র Polygon টি সিলেক্ট করে Ctrl+C চেপে Copy এবং Ctrl+F চেপে Past করলে একটি Polygon এর উপর আর একটি তৈরি হবে । এ অবস্থায় Shift চেপে ধরে ১৫ বার Up Arrow Key চাপলে নিচের মত হবে।

 

এখন দ্বিতীয় Polygon সিলেক্ট করে পূণরায় Shift চেপে ধরে ১৫ বার Down Arrow Key চাপতে হবে । এখন Shift চেপে mouse click করে Polygon দুটি নির্বাচন করলে নিচের মত দেখাবে।

 

এ অবস্থায় Object menu থেকে Transform এবং তারপর Rotate এ ক্লিক করলে Rotate Window open হবে, এখান থেকে নিচের ছবির মত সেটিং নির্বাচন করতে হবে ।

 

এখন Copy তে ক্লিক করলে নিচের মত হবে ।

 

এই একই কাজ আরো চার বার করলে নিচের মত হবে।

 

এখন শুধুমাত্র Ellipse সিলেক্ট করে Object menu থেকে Transform এরপর Scale এ ক্লিক করলে Scale Window Open হবে। এখান থেকে নিচের ছবির মত সেটিংস নির্বাচন করে দিতে হবে।

 

এরপর Copy বাটনে ক্লিক করলে নিচের মত দেখাবে।

 

এখন Ctrl+A চেপে সবকিছু একবারে Copy করে Window menu থেকে Pathfinder সিলেক্ট করে Pathfinder Palette Open করতে হবে।
Pathfinder Palette থেকে নিচের ছবির মত Minus Front এ ক্লিক করতে হবে।

 

তাহলে নিচের মত দেখাবে।

 

সিলেক্ট থাকা অবস্থায় Fill Color #1AC1A1 সিলেক্ট করে দিলে নিচের মত দেখাবে।

 

তাহলে আমাদের গিয়ায় হুইল তৈরি হয়ে গেল। এখন যদি আমরা প্রযেক্টের শুরুতে সম্পূর্ণ প্রযেক্টের যে ছবিটি দেখেছি সেরকম তৈরি করতে চাই তাহলে এই গিয়ার হুইলটাকে Scale করে 60% করতে হবে এবং তিনটি Copy করতে হবে। এবং সেগুলো ছবির মত করে সাজাতে হবে। এরপর নিচের ছবিতে প্রদর্শিত রং গুলোর হেক্সাডেসিমাল কোড অনুযায়ী Fill color পরিবর্তন করলে প্রযেক্টটি সম্পন্ন হবে।

 

শেষে দুটি কথা:

টিউটোরিয়ালটি থেকে যদি কারো সামান্যতম উপকার হয় তবে আমার চেষ্টা সার্থক হবে ।

** শিক্ষা বিস্তারে টিউটরিয়ালবিডির পাশাপাশি বাংলা ভাষায়  প্রযুক্তি বিস্তারে অংশ নিতে আজই প্রবেশ করুন www.technologybd.com ।**

3 thoughts on “ইলাসট্রেটরে গিয়ার হুইল ডিজাইন”

  1. আসলে টিউটরিয়ালটিতে একটি সুন্দর টেকনিক অবলম্বন করা হয়েছে । আমি মনে করেছিলাম হয়তো হাত দিয়ে একে একে করা হবে। যেভাবে করা হয়েছে তাতে সঠিক মাপ থাকবে। ধন্যবাদ, অসিমভাই।

    আপনার টেকনোলজীবিডি’র বেপারে আশাবাদী। আশা করবো টিউটরিয়ালবিডির পাঠকরা টেকনোলজীবিডিতেও নিয়মিত অংশগ্রহণ করবে।

Leave a Comment