স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়,পর্ব-২(মাইক্রোকন্ট্রোলারের ব্যবহারিক ক্ষেত্র )।

মাইক্রোকরন্ট্রোলারের ব্যবহারিক ক্ষেত্র :

১৯৭১ সালে ইন্টেল-4004 ,4 বিট প্রসেসর এর মাধ্যমে সূচনা হয় মাইক্রোকন্ট্রোলারের ইতিহাস। পরবর্তী কালে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন চাহিদার পূর্ণতা দানের লক্ষে এবং ইলেকট্রনিক্সকে আরো সমৃদ্ধ করার লক্ষে নতুন নতুন টেকনোলজির 4,8,16 এবং 32 বিট মাইক্রোকন্ট্রোলার তৈরি করা হয়।যা ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেমকে অত্যাধুনিক করার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসে অভাবনীয় পরিবর্তন ।সৃষ্টি হয় নতুন নতুন শিল্প ক্ষেত্র।আজও এর উন্নয়ন গতি থেমে নেই।

 

 

সাধারণ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে জটিল ও স্পর্শকাতর ইন্সট্রুমেন্ট নিয়ন্ত্রণ এমনকি মিসাইল গাইডেন্স হিসেবেও এর ব্যবহার লক্ষনীয়।বিভিন্ন শিল্পকারখানার সুক্ষ যন্ত্রাংশের চলাচল গতির নিয়ন্ত্রণ,তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,পানির লেভেল নির্ধারণ ,মটর এবং বয়লারের টাইমিং নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে মাইক্রোকন্টোলার দক্ষতার সাথে ব্যবহার করার মাধ্যমে যেমন শিল্পক্ষেত্রে গতি এবং শৃঙ্খলা এসেছে তেমনি মানুষের কর্মকান্ডের পরিধীকে সীমিত করেছে।মানুষের জীবনে এসেছে স্বস্তি। মানুষ হাড়ভাঙ্গা খাটুনির পরিবর্তে আজ বিনোদনের জন্য যথেষ্ট সময় পাচ্ছে।শুধু তাই নয় গৃহ সামগ্রী ও চিত্ত বিনোদন সামগ্রীতেও ইলেকট্রনিক্স কন্ট্রোল সিস্টেম হিসেবে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার অভাবনীয় সফলতা এনেছে।

 

 

A/D কনভার্টার, D/A কনভার্টার, টেলিফোন, রিমোট কন্ট্রোল, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন . লাইটিং কন্ট্রোল,  ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল, ট্রাফিক  সিগন্যাল কন্ট্রোল, ওয়েভ জেনারেশন, কলিং বেল, অটোমেটিক ডোর কন্ট্রোল , লিফট  কন্ট্রোল ইত্যাদিতে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার যেমন কার্যদক্ষতা বৃদ্ধি করেছে পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি করেছে অনেক গুণ।

সিঙ্গেল চিপ এবং দামে সস্তা হওয়ায় মাইক্রোকন্ট্রোলার সিকিওরিটি সিস্টেম সহ যে কোন ধরণের কন্ট্রোলিং সিস্টেমে ব্যবহার করা যায়।

মাইক্রোকন্ট্রোলারের কল্যানে আজ রোবটিক্স এবং অটোমেশন শিল্পে যেমন উন্নতি হচ্ছে ,হয়তবা এমন দিন আর বেশি দেরি নেই যখন শিল্পক্ষেত্রে আর কোনো কিছুই মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হবে না।

6 thoughts on “স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়,পর্ব-২(মাইক্রোকন্ট্রোলারের ব্যবহারিক ক্ষেত্র )।”

  1. মাইক্রোকন্ট্রোলারের উপর আমার ধারণা না থাকায় হয়তো মতামত দিতে দেরী হয়েছে। আপনার কাছ থেকে হয়তো এ বেপারে জানতে পারবো নতুন নতুন বিষয়। মাইক্রো কন্ট্রোলারের তৈরীর জন্য যে সব ইলেক্ট্রনিক্স ডিভাইজ দরকার তা কি বাংলাদেশের বাজারে পাওয়া যায়? প্রাথমিক প্র্যাকটিক্যাল করার জন্য কি কি ডিভাইজ দরকার হতে পারে? -জানালে খুশি হবো।

  2. Pingback: টিউটরিয়ালবিডি » Blog Archive » (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের Pin configaration) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরি

  3. Wow, superb blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is excellent, let alone the content!. Thanks For Your article about স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়,পর্ব-২(মাইক্রোকন্ট্রোলারের ব্যবহারিক ক্ষেত্র )। | টিউটোরিয়ালবিডি .

  4. রোবটিক্স কিংবা এমবেডেড সিস্টেম- যাই বলি না কেন, এগুলো নিয়ে বাংলায় প্রথম পূর্ণাংগ টিউটোরিয়াল ও প্রজেক্টভিত্তিক একটা ওয়েবসাইট চালু হয়েছে বেশ কিছুদিন হল, যন্ত্রপাতি ডট কম, যারা রোবটিক্স এর ব্যাবহারিক কাজগুলো হাতে কলমে করে মজা পেতে চান, তাদের জন্য বেশ ভাল একটা রেফারেন্স হবে সাইটটি।

Leave a Comment