Webmaster দিয়ে Blogspot এ যেভাবে sitemap add করতে হয় (যারা অভিজ্ঞ নয় তাদের জন্য

এটি আমার SEO নিয়ে প্রথম টিউন আশা করি ভাল লাগবে ভাল লাগ্লে কমেন্ট করতে ভুলবেন না ।

যাদের কাছে Webmaster জিনিস টা নতুন তাদের এটি নিয়ে খুব ঝামেলায় পরতে হয় আমারও পরতে হয়েছিল।অনেক চেস্টায় আমি এ ওয়েবমাস্টার sitemap add করতে পেরেছি।আজকে আমি যারা নতুন তাদের জন্য যেভাবে সাইটমাপ add করতে হয় তা নিয়া লিখব।

প্রথমে আপনার Blog সাইট টি Webmaster এ verify করে নিন তারপর submit a sitemap এ ক্লিক করে আপনি এই সাইটে আপনার সাইট url দিলে তারা একটি code দিবে যেমনঃatom.xml?redirect=false&start-index=1&max-results=500 তারপর Submit a Sitemap এ গিয়ে code টি paste করে দিন।

s Webmaster  দিয়ে Blogspot এ যেভাবে sitemap add করতে হয় (যারা অভিজ্ঞ নয় তাদের জন্য) | Techtunes

কিছুক্ষন অপেক্ষা করুন তারপর সাইট টি refresh করুন বাস কাজ শেষ।

ভাল লাগ্লে কমেন্ট করতে ভুলবেন না।

1 thought on “Webmaster দিয়ে Blogspot এ যেভাবে sitemap add করতে হয় (যারা অভিজ্ঞ নয় তাদের জন্য”

  1. ভালই লিখেছেন। আমি আসলে এসইও নিয়ে এত মাথা ঘামাই না। একজন মানুষের পক্ষে যে সময় পাওয়া যায় তা দিয়ে এত কিছু করা যায় না, এক জন ব্লগারকে প্রধানত: চার ধরনের কাজ করতে হয়-(ক) ব্লগ ডিজাইন (খ) কনটেন্ট লেখা (গ) সামাজিক নেটওয়ার্কে সময় দেওয়া ও এসইও (ঘ) মতামতের উত্তর দেয়া- এত কাজ এক সঙ্গে করতে অনেক ঝামেলা । ধন্যবাদ শাকিব ভাই, আরও বিস্তারিত আলোচনা সহ টিউটরিয়ালের আশায় রইলাম।

Comments are closed.