চালু হলো ব্লগ বিষয়ক নতুন বিভাগ “ব্লগিং” : আপনি কেন ব্লগার?

ব্লগিং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে । কেউ মনের আনন্দে ব্লগিং করে, কেউ বা নিজেকে প্রকাশ করতে আবার কেউ কেই ব্লগিং করে কারি কারি টাকা কামাই করছেন। ব্লগিং বিষয়ক টিপস,ট্রিকস ও টিউটরিয়াল লেখার জন্যই টিউটরিয়ালবিডিতে ব্লগিং বিভাগ চালু হলো আজ থেকে।

ব্লগিং জনপ্রিয়তার এ অবস্থানে আসার কারন সম্পর্কে বিভিন্নজনের ধরনার সাথে আজ পরিচিত হবো। আমি মনে করি সারা বিশ্বে ব্লগিং এর এ জনপ্রিয়তার কারনগুলো হলো:

  • ১. ব্লগিংএর মাধ্যমে নিজের চিন্তা ধারা একটা জায়গায় রাখা যায়। ব্যক্তি মনের ভাবকে সমাজের সবার মাঝে প্রকাশ করার মাধ্যম ব্লগ

আরও পড়ুন: ব্লগ ডিজাইনের ক্ষেত্রে যে ৯ টি বিষয় লক্ষ রাখবেন

  • ২. এক জন ব্লগার নিজেকে একজন লেখক হিসেবে মনে করেন। দিন দিন তার লেখার মানও উন্নত হয়। সবার মাঝে ছড়িয়ে যাওয়ার একটি প্লাটফর্ম এটি।
  • ৩. নিজের অস্থান প্রকাশ করার মাধ্যম ব্লগ। এক জন ব্লগার একটি বিষয়ে লিখলেন, আপনি তার মতের মাথে একমত নাও হতে পারেন। নিজের মত প্রকাশ করার ব্যবস্থা আছে এখানে। মতামতের মাথ্যমে নিজের কথা বলুন।
  • ৪. নতুন নতুন মুখের পরিচয়ের একটি মাধ্যমও ব্লগ। কোন বিষয়ে একমত, দ্বিমত, আলোচনা,ঝগড়া ইত্যাদির মাধ্যমে একটা পরিচিতি তৈরী হয়।
  • ৫. নিজের একটি ধারনার বা চিন্তা ধারার দ্রুত একটি ফিডব্যাক পাওয়া যায় এখানে।
  • ৬. অন্যকে শিখানোরও ব্যবস্থা আছে এখানে। যে বিষয়ে আপনি ভাল জানেন তা আরেকজন ভাল নাও জানতে পারে। তাই সেই বিষয়ে আপনার আলোচনার মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে।

আরও পড়ুন: লেখাপড়ার অলংকার!

  • 7. অবসর সময়ের সদ্বব্যবহারে ব্লগিং এর চেয়ে ভাল কি আছে?
  • ৮. ব্লগিং অনেকের জীবিকার উপায় হিসেবে চলে এসেছে। আমার অনেক বন্ধুই বিজ্ঞাপনের মাধ্যমে কিছু কিছু উপার্জন করছে। যদিও আমি এটাকে এখনো টাকা কামাইয়ের ব্যবস্থা হিসেবে নিতে পারি নি।

আরও পড়ুন: গুগল এড থেকে আয় রোজগারের উপর ইংরেজি বই

  • ৯. মন খারাপ হলে তা প্রকাশ করতে,সমস্যার সমাধানের পরামর্শ চাইতেও দেখা যায় ব্লগে।
  • ১০. অনেকের কাছে একটা রুটিন বাধা কাজ হয়ে গেছে ব্লগিং। কয়েক বছরে জমা হয়ে যায় নিজের বিশাল কাজ।

পাঠকদের মধ্যে অনেকেই ব্লগিং করার অভ্যাস আছে । আশাকরি আপনারা কেন ব্লগিং করেন তা মতামতে বলবেন। আর যারা ব্লগিং বিষয়ে লিখতে আগ্রহী তাদের স্বাগতম।

3 thoughts on “চালু হলো ব্লগ বিষয়ক নতুন বিভাগ “ব্লগিং” : আপনি কেন ব্লগার?”

  1. Pingback: চালু হলো ব্লগ বিষয়ক নতুন বিভাগ “ব্লগিং” : আপনি কেন ব্লগার? « টিউটোরিয়াল

  2. Pingback: বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » মতামত দেওয়ার সময় যে

Leave a Comment