সাদা কালো ফটোগ্রাফীর ৫টি টিপস

ফটোগ্রাফীর উপর বেশ কিছু টপিক আলোচনা করে ফেলেছি। এ পর্যন্ত ফটোগ্রাফী টিপসে যা আলোচনা করা হয়েছে তা যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তা কাউকে বলবো না। নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের ব্যক্তিগত ভাললাগা দিয়ে ছবি তুলুন।

রঙিন এ ডিজিটাল জগতেও এখনো সাদা কালো ফটোগ্রাফীর মূল্যায়ন কমে নাই। অনেক ছবিই রঙিন না হয়ে সাদা কালো হলে আরও আকর্ষনীয় হয়ে ওঠে। অবশ্য ইদানিং সাদাকালো আর রঙিন ছবির মিশ্রনে আরও নানন্দনিক ছবি দেখা যায়। সাদা কালো ছবি তোলার ক্ষেত্রে নিচের বিষয়গুলো মনে রাখলে হয়তোআকর্ষনীয় মানের ছবি পাওয়া যেতে পারে।

আপাতত ৫টি বিষয়ের উপর আজকের আলোচনা রাখবো:

  • ১. প্যাকটিস
  • ২.কনট্রাস্ট রঙের সম্মিলন
  • ৩. টেকচারের ছবি তোলা বা ব্যাগ্রাউন্ড হিসেবে ব্যবহার
  • ৪. রঙিন ছবি তোলা ও পরবর্তিতে সাদা কালোয় পরিবর্তিত করা
  • ৫. ফিল্টারের ব্যবহার

১. প্যাকটিস

নিয়মিত সাদা কালো ছবি নিয়ে না কাজ করলে বুঝা যায়না অনেক কিছুই। সাদা কালো ছবির মাধ্যমে রঙিন দুনিয়াকে কল্পনা করার শক্তিও থাকতে হবে ফটোগ্রাফারের।

কিছু সাদা-কালো ছবি




আরও পড়ুন: ফটোগ্রাফীর ইতিহাস (১৮২৫-১৯০৭)

২. কনট্রাস্ট রঙের সম্মিলন

আলোর উপস্থিতি হলো সাদা আর অনুপস্থিতি হলো কালো। তাই কন্ট্রাস্ট ইলিমেন্ট অনেক ক্ষেত্রেই আকর্ষনীয় হয়। আবার লাল ও নিল এর কাছাকাছি রঙের ইলিমেন্ট সাদা কালো ছবিতে একই রকম দেখায়। ফটোশপে কন্ট্রাস্ট ও ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে সুন্দর নিতে পারেন আপনার সাদাকালো ছবি।

কিছু সাদা-কালো ছবি



আরও পড়ুন: ফটোগ্রাফার হিসেবে আপনার অধিকার

৩. টেকচার

কোন প্যাটার্ন বা টেকচারের সাদা কালো ছবি সুন্দর দেখায়। অনেক ক্ষেত্রে ব্যাগ্রাউন্ডে টেকচার ব্যবহারে ভাল ফল পাওয়া যায়।

কিছু সাদা-কালো ছবি



আরও পড়ুন: ২০ টি ধুয়া ফটোগ্রাফি এবং কিছু টিউটরিয়াল কালেকশন

৪. রঙিন ছবি তোলা ও পরবর্তিতে সাদা কালোয় পরিবর্তিত করা

সাদা কালো ছবি তুলবেন বলে যে সাদা কালো করে ছবিটি তুলতে হবে তা নয়। বরং ছবিটি রঙিন আলোয় তুলে তা ছবি ইডিটিং সফটওয়্যারের মাধমে সাদা-কালো করলে সুন্দর হয়। কোন কোন অংশের রং একটু গাঢ় বা হালকা করার সুবিধা নিতে পারবেন।

কিছু সাদা-কালো ছবি



আরও পড়ুন: ভ্রমনের ছবি তোলার উপর ছোট ছোট ৭টি টিপস

৫. ফিল্টারের ব্যবহার

সাদা কালো ছবিতে ফিল্টারের প্রয়োজন অনেক। ফটোশপে সাদা কালো ছবির ফিল্টারের ব্যবস্থা আছে।

কিছু সাদা-কালো ছবি


আরও পড়ুন: প্রাকৃতিক ও প্রানী জগতের ছবি তোলার পদ্ধতি নিয়ে আলোচনা

একটা কথা মনে রাখা দরকার-সবাই (রঙিন ছবি থেকে) সাদাকালো ফটোগ্রাফী করতে পারে তবে সুন্দর ও মান সম্মত ছবি তুলতে সবাই পারে না। এ জন্য কল্পনাশক্তি ও দক্ষতা দরকার।

7 thoughts on “সাদা কালো ফটোগ্রাফীর ৫টি টিপস”

  1. সেলিম

    এখানে তো টিউটোরিয়াল এর কোন আচ পেলাম না।

    “রঙিন ছবি তোলা ও পরবর্তিতে সাদা কালোয় পরিবর্তিত করা” এবং “ফিল্টারের ব্যবহার” এই দুটো পয়েন্ট এ বিস্তারিত টিউট আশা করছি।

  2. আসলে এখানে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করা হয়েছে । ফটোশপে রঙিন ছবি তুলে পরে তাকে সাদা কালোয় রুপার্তরিত করার পদ্ধতি নিয়ে পরবর্তিতে আলোচনা করবো। ফিল্টারের উপরও কাজ করার ইচ্ছা আছে। ধন্যবাদ সেলিম ভাই।

  3. Wow, superb blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your website is wonderful, as well as the content!. Thanks For Your article about সাদা কালো ফটোগ্রাফীর ৫টি টিপস | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment