দ্রুত পাঠ:ফটোগ্রাফারের প্রিয় ৬টি ওয়েবসাইট

অনেকদিন ধরে ফটোগ্রাফীর উপর লেখালেখি হয় না। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও ও ফটোগ্রাফীর বেশ কিছু অংশ আমাকেই করতে হলো,সেটা নিয়ে লিখবো ভাবছি। তবে সেটা একটু সময় করে লিখতে হবে। আজ দ্রুততার সাথে ছয়টি ওয়েবসাইটের সাথে পরিচিত হয়ে নেই। আমি নিজেও এখানে ঘোরাঘুরি করে অনেক কিছুই জানতে পেরেছি, আশা করবো ফটোপ্রেমীদের ভাল লাগবে সাইটগুলো।

আরও পড়ুন: ২৮টি ওয়ার্ডপ্রেস ফটোগ্রাফী থিম

1. Flickr

ফ্লিকারের কথা প্রায় সকলেই জানে। ছবি আপলোড করা ও প্রকাশের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ইয়াহু আয়োজন। ফ্রি একাউন্টে লিমিটেশন থাকলেও প্র-একউন্টের মাধ্যমে আপগ্রড করে আপনার সংগ্রহ সমুন্নত করতে পারেন।

ব্যান্ড তারকার ছবি তোলার পদ্ধতি ও টিপস: ফটোগ্রাফী টিউটরিয়াল

2. Strobist

একেবারেই ভিন্নধর্মী একটি ওয়েব এটি।এখানে লাইটং এর উপর আকর্ষনীয় টপিকস পাবেন। সাধারন থেকে প্রফেশনাল ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের জন্য লাইটিঙের উপর তথ্য কেন্দ্র এটি।
আরও পড়ুন: এরিয়াল ফটোগ্রাফী কি এবং ৮৮ টি এরিয়াল ফটোগ্রাফীর উদাহরণ

3. iStockPhoto

প্রায় ৬.৫ বিলিয়ন ছবি এখানে জমা আছে। এটি মূলত: ছবি বেচাকেনার একটি সাইট। আপনার ছবি এখানে আপলোড করে তার দাম দিয়ে বিক্রি করার সুব্যবস্থা আছে এখানে।
আরও পড়ুন: ভাল ফটোগ্রাফার হতে চাইলে দশটি টিপস মনে রাখা দরকার

4. Photoblogs

এখানে একটি লিঙ্ক তালিকা পাবেন। ফটোগ্রাফারদের প্রিয় লিংক তালিকা । ভ্রমন করুন দেখুন তাদের লিঙ্ক কালেকশন।
আরও পড়ুন: ফটোগ্রাফার হিসেবে আপনার অধিকার

5. DeviantArt

এটা আসলে অনেকটা ফ্লিকারের মতো । বেশ ভাল ভাল ছবির কালেকশন এখানে আছে।
আরও পড়ুন: প্রাকৃতিক ও প্রানী জগতের ছবি তোলার পদ্ধতি নিয়ে আলোচনা

6. Pictory

অতি প্রিয় সাইটের একটি এটি। সম্পূর্ণ স্ক্রিনজুরে ছবিগুলো মানানসউ আকারে আছে।
আরও পড়ুন: ২০ টি ধুয়া ফটোগ্রাফি এবং কিছু টিউটরিয়াল কালেকশন

1 thought on “দ্রুত পাঠ:ফটোগ্রাফারের প্রিয় ৬টি ওয়েবসাইট”

Leave a Comment