বাংলা অনুবাদকৃত ফেসবুক-ওয়ার্ডপ্রেস থিম (Smells Like Facebook)

যাহারা ফেসবুক ছাড়া থাকতে পারেন না। ফেসবুক যাহাদের ঘুম হারাম করিয়া ফেলিয়াছে। তাহাদের জন্যই লইয়া আইলাম আজ একটি থিম। যাহার নাম Smells like Facebook। ইহা দেখিতে ঠিক ফেসবুকের মত। ইহা অ্যাকটিভ করা থাকিলে আপনার সাইট ফেসবুকের ন্যায় প্রদর্শিত হইবে।

http://www.rongmohol.com/uploads/1805_fbookmysite-01.gif

ইহা আমার ব্লগে অ্যাকটিভ করিয়াছি। এইখানে একটা ক্লিক করিয়া এই থিম খানার প্রিভিউ দেখে নিন।

অথবা প্রিভিউ দেখার জন্য এইখানে ক্লিক করুন

থিমটির সম্পর্কে

The exact Facebook clone theme for WordPress. Based on Facebook profile page. 3 columns or 2 columns available. Advanced Javascript & AJAX effect just like on Facebook also available. Autogrow comment box.

থিমটির ডেভেলপার বলিয়াছেন

Hello folks, in this very end of 2009 year, the newest update of Smells Like Facebook theme is available. Major changes made to this theme including:

* Fix on unregistered comments. Now if someone which is not registered as member post a comment, no errors will be found.
* Multiple pages post support. The theme now support posts with multiple pages. The <!–nextpage–> tags will split pages correctly, and links to next and previous page will be available below the post content. Note: this is a compulsory for new theme hosted in WordPress Theme Directory
* An anchor that with target “_blank” will open the link correctly in new tab / window. There are some reports that in the older version, the link will be opened ajaxly.

You may see that the update of this theme is very slow. The last version, 2.4 was uploaded on July. I’m very sorry about this, since I have a lot of work to do to feed myself. I also got a serious health problem last month, so I can’t focus myself to this theme. But if you intend to give me some penny, I think I’ll quit my job and focusing on this theme, seriously 3 You can send the donation to my paypal. Every donations is very helpful. I thank you for you who have donated to me 1

After all, some bugs may still appear. Please let me know if you encounter one. I’m very happy (and also tired 10 ) to see many responses from people about this theme. Thank you for using my work.

Happy New Year, everybody!

থিমটির সম্পুর্ণ বাংলা অনুবাদ করিয়াছেন টিউটো ফোরাম টিম। তাহা আপনারা এইখানে অথবা নিচে থেকে ডাউনলোড করিয়া নিন

আশাকরি ভাল লাগিবে

3 thoughts on “বাংলা অনুবাদকৃত ফেসবুক-ওয়ার্ডপ্রেস থিম (Smells Like Facebook)”

  1. থিমটি ভালই তবে বাংলা ব্লগের ক্ষেত্রে কতটা মানান সই কে জানে?
    আপনার ফটোশপ, ফ্লাস ও অন্যান্য টিউটরিয়াল আশা করছি। যেহেতু আমরা টিউটরিয়ালের পেছনে ছুটে চলি।

  2. থিমটা সম্পুর্ণ বাংলাতে পাবেন। আর এটি কেম হয়েছে তা নিশ্চই আমার ব্লগে দেখেছেন। আমার কাছে অনেকগুলো বাংলা অনুবাদ করা থিম আছে। অনুমতি দিলে এগুলো পোষ্ট করতে পারি।

    বিশেষ করে এগুলো সহায়ক হবে যারা নতুন বাংলাতে ব্লগিং করছেন। কারন তারা হয়ত সব বাংলা করতে পারেন না অথবা ভয় পান।

    আর ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল তো আপনি শুরু করেছেন ই। আমি আর এ বিষয়ে লিখলাম না। ফটোসপের বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার ব্লগে। সেখান থেকে দিব।

    কিন্তু ভাই সত্যি কথা হলো এই যে, ইন্টারনেট লাইন না থাকার কারনে নিয়মিত হতে পারছি না।
    .-= রাসেল আহমেদ´র শেষ পোস্ট: >>ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল- ড্যাশবোর্ড পরিচিতি-০১ =-.

  3. @রাসেল আহমেদ:অবশ্যই পোস্ট করবেন। আপনার ফোরামটিও বেশ। আপনি চাইলে ফোরামটির সাখে টিউটরিয়ালবিডির সমন্বয় করতে পারেন। এটা এমন হতে পারে যে, ফোরাম আর টিউটরিয়ালবিডি একসাথে কাজ করবে।
    আর আমরা মূলত: সবাইকে শেয়ারের মাধ্যমে বিশাল একটা নেটওয়ার্ক গড়তে চাই । এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

Leave a Comment