সূচনা কথা:
ওয়ার্ডপ্রেসের মন্তব্যে সহজেই আপনি স্মাইলি যুক্ত করতে পারেন। স্মাইলি যুক্ত করলে আপনার ওয়েবসাইট সুন্দর হয়ে উঠবে।
বিবরণ:
স্মাইলি সহজ এবং সুন্দর একটি প্লাগিন হল wp-Monalisa। এটি দিয়ে সহজেই ওয়ার্ডপেসের আপনি স্মাইলি যুক্ত করতে পারবেন।
ডাউনলোড:
এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলো করতে পারেন। (ফাইল সাইজ ৩৯৮ কিলোবাইট)
অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।
ব্যবহার বিধি:
ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। এবং সাইটের অ্যাডমিন প্যানেল এর প্লাগিন ম্যানেজার থেকে এটিকে সক্রিয় করুন। wp-Monalisa নামে একটি অপশন পাবেন।
এখান থেকে আপনি আপনার ব্লগের স্মাইলি নিয়ন্ত্রন করতে পারবেন।
রাসেলকে টিউটরিয়ালবিডির পক্ষ থেকে স্বাগতম। আশা করি আপনার উপস্থিতি শিক্ষা বিস্তারে এগিয়ে যেতে সহায়ক হবে। আপনার অংশিদারিত্বে টিউটরিয়ালবিডি পরিবার ধন্য।
.-= টিউটো´র শেষ পোস্ট: >>উইনডোজ সেভেনের অফিসিয়াল ওয়ালপেপার কালেকশন =-.
@টিউটো, ধন্যবাদ।
.-= রাসেল আহমেদ´র শেষ পোস্ট: >>ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল- ড্যাশবোর্ড পরিচিতি-০১ =-.
চমৎকার
Pingback: বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » ওয়ার্ডপ্রেস প্রেমী
দারুন আশ্চর্য লাগছে..। কি দেখছি আমি? টিউটোরিয়াল বিডি’র চেহারা পাল্টে গেছে!!!