ওয়ার্ডপ্রেস প্লাগইন বানানো এত সহজ : আমার প্রথম ওয়ার্ডপ্রেস প্লাগইন

অনেকদিন ওয়ার্ডপ্রেস ব্যবহার করার মধ্য দিয়ে শত শত প্লাগইন সেটআপ করা আবার মুছে ফেলা মাঝে মাঝে কোড এডিট করার মধ্যে দিয়ে দিন কেটে যেত। ওয়ার্ডপ্রেসে কিভাবে প্লাগিন বানানো হয়, এ ব্যাপারে নিজের প্রশ্নগুলোর উত্তর বের করার জন্য প্লাগইনগুলোর কোডে হাত দিলাম তার পর বেপারটা সহজ মনে না হলেও কঠিন কিছু মনে হয় নি।
ভাল মানের প্লাগইন বানাতে পিএইচপি জানা প্রয়োজন। তাহলে শুরু করা যাক…
নিচের কোডগুলো কপি করে firstplugin.php নামে একটি ফাইল করে সেভ করুন।

<?php
 /*
 Plugin Name:  Bangla Word
 Plugin URI: http://www.tutorialbd.com
 Description: Plugin for displaying Bangla meaning corresponding hadr English and technical words.
 Author: Mahbub Alam
 Version: 1.0
 Author URI: http://www.tutorialbd.com
 */  

 ?>

আপলোড করুন নিচের মতো ছবি দেখতে পাবেন
bangla plugin

মূলত: উপরের প্লাগইন দিয়ে কোন কাজ করা হয় নি। এখানে কোন কমান্ডও নেই।পরবর্তিতে ছোট একটি প্লাগইন বানানোর উপর টিউটরিয়াল নিয়ে আসতে পারি।

7 thoughts on “ওয়ার্ডপ্রেস প্লাগইন বানানো এত সহজ : আমার প্রথম ওয়ার্ডপ্রেস প্লাগইন”

  1. আপনাকেও ধন্যবাদ, নয়ন। একটু সময় করে একটি ভাল প্লাগইন বানিয়ে তাই প্রকাশ করার চিন্তা করছি।

  2. জটিল করেছেন

    এক্ষেত্রে আমি আবার হেব্বি ইংলিশ টু বাংলা প্লাগইন কনবার্ট করি আর বিনে পয়সায় বিলি করি
    মনে হয় কাজটি মহান

  3. Wow, wonderful blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is excellent, let alone the content!. Thanks For Your article about ওয়ার্ডপ্রেস প্লাগইন বানানো এত সহজ : আমার প্রথম ওয়ার্ডপ্রেস প্লাগইন | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment