হিস্টরি পেলেট

হিস্টরি পেলেটে ফটোশপের কর্মকান্ডকে সংরক্ষন করা হয়।হিস্টরি পেলেটটি নিচের চিত্রের মতো দেখা যাবে।

সাধারনত এই পেলেটটি ফটোশপ স্ক্রিনে থাকবে, না থাকলে Window মেনু থেকে History পেলেটে ক্লিক করে আনতে হবে।

ফটোশপে কোন কাজ ভুল হতে পারে পূর্বের অবস্থানে গিয়ে সেই ভুল সংশোধনের জন্য হিস্টরি পেলেট খুবই প্রয়োজনিয় । প্রতিটি এভেন্টেই হিস্টরি পেলেট আপডেট হচ্ছে, সেখানথেকে ক্লিক করলেই সেই অবস্থানে যাওয়া যায়। ভিডিওতে বিস্তারিত:

Leave a Comment