টিউটরিয়ালবিডি ই-বই লেখা প্রতিযোগিতা

বাংলা ব্লগের বয়স দিন দিন বেড়ে চলছে। শিশু যেমন ছোট ছোট কথা মা, বাবা, মামা ইত্যাদি শব্দগুলো বলতে বলতে এক সময় দু’একটা ছড়া শিখে ; এক সময় নতুন বই আর চক পেন্সিল দিয়ে শুরু হয় হাতে খড়ি । ঠিক সেই সময়ের খুব কাছা কাছি এসে পড়েছি আমরা। এখন বাংলা ই-বই এর যাত্রা শুরু করার সময় হয়েছে। আর যেহেতু টেকটিউন্স টেকনোলজী ব্লগিং প্লাটফর্ম তাই এখানেই টেকি ই-বই লেখার সুন্দর একটি প্লাটফর্ম হতে পারে। এ ব্যাপারে কিছু প্রস্তাবনা রাখবো। তার আগে আরো কিছু আলোচনা হোক।

ব্লগিং ও বই লেখা

নিজের জীবনের গল্প শুখ, দূ:খ আর অভিজ্ঞতার উপর ডায়েরী লেখা দিয়ে বাংলা ব্লগিং শুরু হলেও এখন এটা তার সীমা পরিসীমা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত হয়েছে। এখন জ্ঞানের ভান্ডারে পরিনত হয়েছে ব্লগ, সৃষ্টিশীল মানুষের সৃজনশীলতা প্রকাশিত হচ্ছে এখানে,তথ্য প্রযুক্তি আর ভবিষ্যত পৃথিবীর পরিকল্পনা হচ্ছে ব্লগে, ই-বই লেখা হচ্ছে এখানে।
বই এ লিখতে হলে লিখিত বিষয়ের উপর সুনির্দিষ্ট জ্ঞান থাকতে হয়, ভুল কোন তথ্য উপস্থাপন করা যায় না বা সামাজিক রাস্ট্রিয়, ধর্মী আরও কিছু বিষয় জরিত থাকে ।

অনলাইনে বাংলা ই-বই প্রকাশনা

প্রজনন্ম ফোরাম, প্রথম আলোব্লগ সহ অন্যান্য ব্লগ থেকে কিছু কিছু বই প্রকাশিত হলেও তার সংখ্যা খুবই কম এবং বই লেখার একটা ধারাবাহিকতা দেখা যায় নি।

সবাই মিলে লিখি প্রযুক্তি বিষয়ক ই-বই

ধারাবাহিক একটা পদ্ধতির মাধ্যমে প্রতি মাসে তথ্য পযুক্তি বিষয়ক একটি করে বই প্রকাশ করার কর্ম পরিকল্পনা হাতে নিতে পারি । নিচের বিষয়গুলো মনে রেখে শুরু করতে পারি বই লেখার কাজ। সবগুলোই আমার মনগড়া প্রস্তাবনা এ বিষয়ে আপনাদের ভিন্ন মত থাকতে পারে।

  • ১. তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি বই অনেকে মিলে লিখবে। একটি বিষয়ের অধ্যায় ও আলোচ্যবিষয় অনলাইনে বসেই নির্ধারন করা হবে। সবগুলো লেখা টেকটিউনসে প্রকাশিত হবে
  • ২. বইটি হবে কপিরাইট মুক্ত এই শর্তে যে লেখকের নাম ও ওয়েবসাইটের লিংক উল্লেখ করে যে কেউ যে কারো সাইটে লেখাগুলো প্রকাশ করতে পারবে।
  • ৩. বইয়ের টপিকগুলো এক যোগে বাংলা বিভিন্ন ব্লগ, ফোরাম, ফেসবুক গ্রুপ-পাতা,সংবাদ পত্র, উইকিতে প্রকাশিত হবে।
  • ৪. বই লেখা শেষ হলে পিডিএফ আকারে একটি ই-বই প্রকাশিত হবে এবং তা বিনামূল্যে সবাই ডাউনলোড করতে পারবে।
  • ৫. ই-বই বই আকারে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রত্যেক লেখককে এর একটি হার্ড কপি বুক পোস্টের মাধ্যমে প্ররণ করা হবে ।

আপনাদের মতামতের আশায় রইলাম আমি তিনটি বিষয়ে বাংলা অনলাইন বই প্রকাশের প্রস্তাব রাখছি-

১. প্রগ্রামিং সি (এর প্রায় ২৫% কাজ শেষ করে ফেলেছি)
২. HTML(১০% এর মতো কাজ করেছেন অসিম)
৩. এডোবি ফটোশপ (এর অনলাইন রিসোর্স বেশ ভাল। লেখকদের সাথে যোগাযোগ করে তাদের লেখাগুলো বই এ নেয়া যাবে)
৪. গুগল এডসেন্স

আরেকটি কথা- এ ব্যাপরে টেকটিউনস পরিবারের মতামত আশা করছি। তা না হলে নিজস্বভাবে (আমরা নিজেরা) কাজটি শুরু করতে পারি।

5 thoughts on “টিউটরিয়ালবিডি ই-বই লেখা প্রতিযোগিতা”

  1. ধন্যবাদ টিউটো ভাই, এরকম একটা অসাধারণ পরিকল্পনা করার জন্য । এখন প্রয়োজন এটাকে দ্রুত বাস্তবায়ন করা। আর এ বিষয়ে সকলকে এগিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

  2. আশা করবো আপনি HTML এর উপর বই লেখার বেপারে একমত হবেন। খুব শিঘ্রই একটা বইগুলোর সূচিপত্র/অধ্যায় সহ পোস্ট দিতে চাই যার মাধ্যমে মান সম্পন্ন লেখা লিখতে ভাল আইডিয়া পাওয়া যাবে।

  3. বাহ, দারুন আইডিয়া।
    আমি আজ প্রথম এই সাইটে এলাম।
    কিছু করার ইচ্ছা আছে কিন্তু কি করব ভেবে পাচ্ছিনা

  4. Wow, amazing blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your site is wonderful, let alone the content!. Thanks For Your article about টিউটরিয়ালবিডি ই-বই লেখা প্রতিযোগিতা | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment