ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-১: প্রাথমিক ধারণা

আমি নিজে নেটওয়ার্কিং এ কাজ করা সত্ত্বেও নেটওয়ার্ক বিষয়ে তেমন কোন লেখা লিখি নি। আজ শুরু করবো ওয়্যারলেস নেটওয়ার্কিং এর প্রাথমিত আলোচনা।
এই টিউটরিয়ালটিতে ওয়্যারলেস নেটওয়ার্ক (Wireless Network) এর পরিকল্পনা,পদ্ধতি ও পরিক্ষা ধিপে ধাপে আলোচিত হবে।ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-১: প্রাথমিক ধারণা

ওয়্যারলেস নেটওয়ার্কিং কি?

ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্কিং বলতে (তার বা ফাইবার অপটিকের পরিবর্তে) রেডিও তরঙ্গের মাধ্যমে কম্পিউটারের তথ্য আদার প্রদান বুঝায়। এর মাধ্যমে বেশ কিছু সুবিধা ও অসুবিধা আছে।

সুবিধা ও অসুবিধা

আমরা কয়েকটি বিষয়ের মাধ্যমে সুবিধা ও অসুবিধা বিবেচনা করবো

  • ১.ইন্সটল করার পদ্ধতি (ease of installation)
  • ২. খরচ(total cost)
  • ৩. রিলায়াবিলিটি(reliability)
  • ৪. পারফর্মেন্স(performance)
  • ৫. সিকিউরিটি(security)

ইন্সটল করার পদ্ধতি (ease of installation)

ইথারনেট কেবল ইন্সটল করা একটা ঝামেলার বিষয়। তারের ঝামেলার কারনে অনেক সময় দেয়াল ছিদ্র করতে হয় প্রতিটি কম্পিউটারে তারের সংযোগ অবশ্যই নিশ্চিত করতে হয়, যেটা ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্কিং

২. খরচ(total cost)

দামের দিক থেকে ইথারনেট নেটওয়ার্ক বেশ সস্তা। ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য ব্যবহৃত ওয়্যারলেস ল্যান, একসেস পয়েন্ট,ওয়্যারলেস রাউটারের দাম অনেক বেশি।

৩. রিলায়াবিলিটি (reliability)

দিন দিন কেবল নেটওয়ার্কের পারফমেন্স বৃদ্ধি পাচ্ছে। কেবল নেটওয়ার্কের কম্পিউটারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে গেলেই বিপত্তি দেখা যায়। লুস কানেকশনের ব্যাপারে সচেতন থাকতে হয়,যেটা ওয়্যারলেসে নেই।

৪. পারফর্মেন্স (performance)

কেবল নেট বেশ ভালই স্পিড দিয়ে থাকে।

৫. সিকিউরিটি (security)

ওয়্যারলেস নেটে বেশ কিছু সিকিউরিটি সমস্যা আছে ,অবশ্য তা সমাধানেরও কিছু পদ্ধতি আছে। এ বিষয়ে পরবর্তি আলোচনা করা হবে।

প্রয়োজনীয় কিছু টার্ম:

ওয়্যারলেস নেটওয়ার্কিং এ দক্ষতার জন্য কিছু বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এখন সংক্ষেপে এসব বিষয়ে আলোচনা করা হলো।

WLAN কি?

WLAN মানে WireLess LAN। বাসা, ছোট অফিস বা বিদ্যালয়ের নেটওয়ার্কের জন্য WLAN ভাল কাজ করে।

Wi-Fi কি?

Wi-Fi ওয়্যারলেস নেটওয়ার্ক পণ্যের স্ট্যান্ডার্ড। মূলত 801.11পরিবারের ওয়্যারলেস স্ট্যান্ডার্ড বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

Wardriving

টেলিভিশন বা রেডিও টিউনিং করার ব্যাপারটা আমরা সবাই জানি । এই পদ্ধতিতেই একটি ওয়্যারলেস হোম নেটওয়ার্ককে অন্যকেউ মনিটর করতে পারে। বিভিন্ন গোপনিয় বিষয় যেমন ক্রেডিট কার্ডে টাকা আদান প্রদান সহ বিভিন্ন বিষয়ে গুপ্তচরবৃত্তি হতে পারে। এ পদ্ধতিটিই Wardriving।

WEP

WEP মূলত: Wardriving হতে ওয়্যারলেস নেটওয়ার্ককে সুরক্ষিত রাখার পদ্ধতি। প্রায় সব ল্যানই WEP সাপোর্ট করে , এই ফিচারটি অন বা অফ করা যায়।

ওয়্যারলেস নেটওয়ার্কিং ইনডেক্স

ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-১: প্রাথমিক ধারণা
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৩:ওয়্যারলেস নেটওয়ার্কিং ডিভাইস পরিচিতি
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-২:ওয়্যারলেস রাউটার ছাড়াই এড হক নেটওয়ার্ক কনফিগার করা
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৪: ওয়্যারলেস রাউটার বা একসেস পয়েন্ট দিয়ে নেটওয়ার্ক করা
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৫: ইন্টারনেট কানেকশন শেয়ারিং

8 thoughts on “ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-১: প্রাথমিক ধারণা”

  1. Mir Hossain Khandakar

    ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। বিস্তারিত ভাবে জানালে উপকৃত হতাম।

  2. পরবর্তিতে বিস্তারিত লিখবো। মতামত দেয়ার জন্য ধন্যবাদ মীর হোসেন ভাই। চার-পাচটি পর্বে লেখাটি শেষ হবে।

  3. Pingback: ওয়্যারলেস নেটওয়ার্কের মান উন্নয়নের ১০টি টিপস | বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টি

  4. Pingback: টেকবিডি-প্রযুক্তির নতুন রঙ » Blog Archive » ওয়্যারলেস নেটওয়ার্কের মান উন্নয়নের ১০টি টিপস

Leave a Comment