ই-মেইল পাঠানোর ছোট্ট প্রজেক্ট

ই-মেইল,মেইল
খু্ব সহজেই একটি ফরমের মাধ্যমে ই-মেইল পাঠাতে পারি। সামান্য কিছু কোডিং এ এটি সম্ভব। যারা সামান্য এইচটিএমএল জানেন তারাই বানাতে পারেন এ ই-মেইল সেন্ড করার ফরমটি। যারা HTML শিখতে আগ্রহী তারা অসিমের HTML টিউটরিয়াল প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব) এ চোঁখ রাখুন।
এখানে যে ফরমটি দেখতে তারমতো একটি মেইল পাঠানোর সাদামাটা প্রগ্রাম বানাতে নিচের কোড লেখা হয়েছে-
mail
১. নিচের এ অংশটি মূলত: মেইল পাঠানোর মৌলিক অংশ

mail( “aziz.ctg.08@gmail.com”, “Subject: $subject”,”$message”, “From: $email” );

subject,message,email টেক্সট বক্স থেকে স্ট্রিংগুলো ব্যবহার করে

সম্পুর্ণ কোড পেতে এখানে ক্লিক করুন

8 thoughts on “ই-মেইল পাঠানোর ছোট্ট প্রজেক্ট”

  1. টিউটরিয়াল বিডিতে আছি অনেক দিন হল, তবে কাজের একটা জিনিস শিখলাম আজ। আশা করি আরো অনেক কিছুই শিখবো।

  2. টিউটো ভাই আমিও সাথেই আছি, আসলে ব্যাস্ততার কারণে কিছুটা অনিয়োমিত হতে বাধ্য হতে হচ্ছে।

  3. আমিও ব্যস্ত তাই লিখতে পারছিনা, তবে এই সাইটে নতুন পোস্টের জন্য অনেকেই প্রতিক্ষায় থাকে, তাদের জন্য আপডেট খুব প্রয়োজন। সাইটের বয়স প্রায় বছর হতে চলছে,অগ্রগতি আর ব্যর্থতার হিসেব করার সময় এসে গেছে।
    সাখে খাকার জন্য ধন্যবাদ, অসিম ভাই।

  4. brother,I am a learner of Web design and development.And I want to become a freelancer so I want to know What kind of work usually done by PHp in freelancing.And how to make a email service site(like yahoo,gmail,hotmail).

    So please help me

Leave a Comment