ওয়েব হোস্ট পরিচালনার টিউটোরিয়াল-পর্ব-একঃ প্রাথমিক পরিচিতি

আমি নিজে ওয়েব সারভার পরিচালনা করতে গিয়ে প্রথমে বেশ কিছু ঝামেলায় পরেছিলাম। সেই সময়টাতে বাংলাদেশে এ বেপারে তেমন কোন লেখা ছিল না যার মাধ্যমে ওয়েব হোস্টিং  সারভার পরিচালনা করা যায়। তবে বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল আমাকে সহায়তা করেছিল। ওয়েব হোস্টিং সারভার পরিচালনার সহজতম পদ্ধতি নিয়ে আলোচনা করবো। ওয়েব হোস্ট পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ইন্টারফেস থাকলেও সবচেয়ে জনপ্রিয় সারর্ভিস হলো WHM বা ওয়েব হোস্ট ম্যানেজার। এটি সি-প্যানেল লাইসেন্সের সাথে দেওয়া হয়। আপনি সহজেই সি-প্যানেল কিনে ওয়েব সারভারে ইনস্টল করে নিতে পারেন। আবার অনেকক ওয়েব হোস্টের সাথে কম খরচে বা বিনামূল্যেও WHM এর সুবিধা দেওয়া থাকে। সি-প্যানেল সম্পর্কে যে কোন সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানতে পারবেন সি-প্যানেল ফোরামে

আমার কাছ থেকে যারা  হোস্টিং নিয়েছেন তাদের অনেকেরই বিভিন্ন প্রশ্নের জবাব আমাকে দিতে হয়। আর তাই হোস্টিং বিষয়ে আলোচনা শুরুর আগে সি-প্যানেল ও ওয়েব হোস্টিং এর উপরে আমার আগের বিষয়গুলো জেনে নিতে ভুলবেন না।

এখন মূলতঃ ওয়েব হোস্টিং পরিচালনার প্রাথমিক পর্যায় থেকে শুরু করবো।

আপনি যদি রিসেলার বা ভিপিএস বা ডেডিকেটেড সারভার এবং তার সাথে WHM পেয়ে থাকেন তাহলে লগইন করার পর নিচের মতো স্ক্রিণ দেখতে পাবেন।

ছবি-একঃ লগইন স্ক্রিন

ওয়েব হোস্ট পরিচালনার টিউটোরিয়াল-পর্ব-একঃ প্রাথমিক পরিচিতি
ছবি-দুইঃ রিসেলার একাউন্টের লগইন করার পরে নিচের মতো দেখা যাবে

রিসেলার

ছবি-তিনঃ ভিপিএস এ রয়েছে আরো বেশি ফাংশন আর তার ছবি দেখতে নিচের মতো ।

ওয়েব হোস্ট পরিচালনার টিউটোরিয়াল-পর্ব-একঃ প্রাথমিক পরিচিতি
আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু ফাংশনের বর্ণনা শুরু করছি। এখানে ভিপিএস সারভারের আলোকে আলোচনা করা হলো। আর কিছু অংশ রিসেলারে সক্রিয় নাও থাকতে পারে।

Server Configuration:

ওয়েব হোস্ট পরিচালনার টিউটোরিয়াল-পর্ব-একঃ প্রাথমিক পরিচিতি
এখানে সারভারের ডিফল্ট বিষয়গুলো সেট করা থাকে। চাইলে আপনি এই বিষয়গুলো নিজ থেকে সেট করে নিতে পারেন। ডিপল্ট ফোল্ডার, নেমসারভার ইত্যাদি বিষয়গুলো এখানে দেওয়া থাকে। স্ট্যাটিস্টিক্স সফটওয়্যারের কনফিগারেশনও এখানে সেট করতে পারবেন।

(চলবে…. )

3 thoughts on “ওয়েব হোস্ট পরিচালনার টিউটোরিয়াল-পর্ব-একঃ প্রাথমিক পরিচিতি”

  1. খুব ভাল সাইট ,এটা সবার জন্য খুবই প্রয়োজন।আমি অনেক দিন ধরে এমন একটা সাইট খোঁজ করছিলাম।এটা আমার খুব ভাল লাগছে।আমি চাই আপনি আমাদের নতুন নতুন পোস্ট উপহারে দিবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ,আর সময় পেলে আমার কম্পিউটার বিষয়ক বাংলা সাইট http://www.pchelpline24.com ভুবনেঘুরে আসুন

Leave a Comment