পৃথিবীর সবচেয়ে বড় মাছ [লিভয়াটান] এর ইতিহাস

বিশ্বের অনেক বড় বড় বিশাল আকারের সামুদ্রিক তিমি দেখেছি আমরা।কিন্তু আমরা এটা জানি যে পৃথিবীর সবচেয়ে মাছের নাম কী।আমরা জানি ব্লু হয়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রানী। কিন্তু আমরা জানি না যে এর থেকেও বড় প্রানী সমুদ্রে দেখা গিয়েছে।তার নাম হচ্ছে লিভাটান। লিভাটান পৃহিস্টরি হুয়েলের একটি পরজাতি।আর এরা বর্তমানে এরা তিমিদের পূর্ব পুরুষ ছিল।আর এরা ছিল বিশাল আকৃতির।এরা আজ থেকে প্রায় ৮৯ লক্ষ বছর আগে পর্যন্ত তাদের অস্তিস্ব টিকিয়ে রেখেছেন।

২০১০ সালে পেরুর ফিস্ক র্ফামেসন নামক অঞ্চলে এদের ফসিলস পাওয়া গিয়েছিল।আর এদের ফসিলস পরিক্ষা করে বুঝা গিয়েছিল আজ থেকে প্রায় ত্রিশ লক্ষ বছর আগে এই প্রানি পেরুরে বেশি পরিমানে পাওয়া যেত।আর এরা ছিল পৃথিবীর সেইসময়কার দানব। আর এরা আকারে ৪০-৬৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থকে।আর অজনের দিক দিয়ে এরা প্রায় পঞ্চাশ টনের মতো হতো। অথার্থ এদের ওজন ৬ টি হাতির ওজনের সমান হবে।আর তাদের এত বড় শরীরের মধ্যে মাথার দৈঘ্য হলো ১০ ফিট এর মতো।আর এদের দাত দ্বারা একজন মানুষকে খুব সহজেই পিশে ফেলতে পারে।এই প্রানিটি হচ্ছে সেই সময়ে সবচেয়ে বড় সার্ক।এটি খুব হিংস্র ছিল। তাদের দাতের আকৃিতি প্রায় সাত ইঞ্চির মতো লম্বা হতো।এদের দুই চোয়ালে প্রায় পঞ্চাশটির মতো দাত পাওয়া যায়।আর তাদের দাত সর্বমিম্ন ১১ ইঞ্চি হতো এবং সর্বউচ্চ ১৪ ইঞ্চি।আকারের দিক দিয়ে দেখা গেলে এটি প্রায় দুই লিটার পানির বোতলের সমান লম্বা।

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DXzXZUqJPHIs&psig=AOvVaw2lJBMzSKCSlldF1EAaiGXi&ust=1603871181805000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCNCw5r6k1OwCFQAAAAAdAAAAABAj

আর এই দাত একটাই শক্তিশালী ছিল যে সকল হিংস্র প্রানীকে ও আঘাত করে দিতে পারে।আর এদের এত বড় দেহের জন্য অনেক খাবারের প্রয়োজন হতো।তার কারনে তারা তিমি, ডলফিন ও অন্যান্য বড় মাছের ওপর আক্রমন করে দিত।এরা থাকার জন্য খুব ঘন পানি এবং গভীর জায়গা খুজতো।এরা আকারে বিশ্বাল হওয়ার কারনে শিকারের জন্য কিনারায় যেত না।

কিন্তু এত হিংস্র ও বিশাল আকারের প্রানী আজ থেকে প্রায় ৮৯ লক্ষ বছর আগে বিলুপ্ত হলো কিভাবে।লিভাটানের বিলুপ্ত হওয়ার পিছনে সাইনটেসরা অনেকগুলো থিওরি দিয়েছে। সেই থিওরিগুলো হলো তখনের সময়ে সমুদ্রের তাপমাত্রা কমতে শুরু করেছিল।এর ফলে সমুদ্রের বেশিরভাগ প্রানীরা সেইসব জায়গায় চলে যাচ্ছিল যে সব জায়গাতে তুলনা মূলক গরম ছিল। আর সেই জায়গাই সকল তিমিরা যেতে শুরু করেছিল।

এবং সেখানে গিয়ে তারা অনেক পরিমান খাবার পেয়েছিল।এবং তারা সেখানে খাবারে ভাগ বসাতে শুরু করে।এর ফলে লিভাটানরা খাবারের অভাবে মারা যেতে থাকে।এবং এক সময় এরা সম্পূর্ন বিলুপ্ত হয়ে যায়।কিন্তু সাইনটেসদের মতে এখনো এই লিভাটান থাকতে পারে।

Leave a Comment