বিল গেটস ইতিহাস

১৯৫৫ সালের ২৮ শে অক্টবর সিএ টলে জন্মগ্রহন করে উইলিয়াম হেনরি বিল গেটস। তিনি বিল গেটস নামে বিশ্বে পরিচিত।

বিল গেটস শিশু বয়স থেকে একটু বেশি সুযোগ- সুবিধা পেয়েছে। তিনি লেকসাইট স্কুল নামে একটি নামি দামি স্কুলে পড়ালেখা করে।

এই স্কুলের ছাত্র ছাত্রীদের সেই সময়ে কম্পিউটার শিখানোর প্রতি গুরুপ্ত দেওয়া হতো।এরপর বিলগটস খুব দ্রুত কম্পিউটারের প্রমে পরে যায়। অবশেষে ১৯৭০ সালে মাত্র পনেরো বছর বয়সে পল অ্যাল্যানের সাথে ব্যবসা শুরু করবে বলে ঠিক করে।তারা এক সাথে ট্রাফিক নিয়ন্ত্রন করার জন্য একটি সফটওয়ার তৈরি করে।

এটিকে তারা বিশ হাজার ডলারে ব্রিক্রি করে। বিল গেটস এবং অ্যাল্যান ব্যবসা দিবে বলে মনস্থির করেন কিন্তু গেটস এর বাবা মা তাকে একজন আইন জীবি হিসেবে দেখতে চেয়েছিলেন।কিন্তু তার এই পড়ার প্রতি কোনো মনযোগ ছিল না এবং সে পড়ালেখা ছেড়ে দেয়। তিনি এবং তার বন্ধু মিলে ১৯৭৫ সালে যৌথ প্রতিষ্ঠান মাইক্রোকম্পিউটার প্রতিষ্ঠান করে।

কিন্তু বিল গেটস এর কম্পিউটারের বেসিক ব্যবহারকারীদের মধ্যে মাত্র দশ শতাংশ মানুষ টাকা দিত। মাইক্রোসফটয়ারটি কম্পিউটারিদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে।১৯৭৯ সালে গেটস তার কম্পানিকে ওয়াসিং টনের বেলভিউতে স্থানান্তরিন করেন।এরপর গেটস তার বাড়িতে ফিরে কাজের প্রতি পুরো মনযোগ দেয়। ব্যবসা ও মাকেটিংসহ সকল ক্ষেত্রে ২৫ জন তরুন নিজ নিজ দ্বায়িত্ব গুরুপ্তের সঙ্গে পালন করে।এই সকল কাজে তিনি তার মাকে সাথে নিতেন।কারন তার মায়ের ভিবিন্ন কম্পানির সাথে যোগাযোগ ছিল।১৯৮০ সালে আইবিএম তাদের নিজিস্ব কম্পানির জন্য সফটওয়ার খুজ ছিল। মাইক্রোসফ এই সুযোগটি পেয়ে যায়। তখন বিল গেটস আইবিএম এর কম্পিউটারের সাথে মিল রেখে একটি অপারেটিং সিস্টম নেয়।আইবিএম তাদের এই সফটওয়ার টি নিতে চায় এবং গেটস চায় তাদের প্রতিটি সফটওয়ারে জন্য লাইসেস চায় এবং তারা লাইসেস পায়।

এরপর এর নাম দেয় এমএড ডস। ১৯৮১ সালে মাইক্রোসফ কম্পানিটি বিপুল ভাবে জনপ্রিয়তা লাভ করে।কর্মী ১৫ হাজার থেকে ১২৮ হাজারে চলে যায়। আয় ২.৫ মিলিয়ন ডলার থেকে ১৬ মিলিয়ন ডলারে পৌছে যায়।এরপর তিনি মাইক্রেসফট এর গ্রাফিস নিয়ে চিন্তা করে আরো ভালো গ্রাফিস পেতে।এরপর ১৯৮৫ সালে মাইক্রোসফ বাজারে উইন্ডোজ নিয়ে আসে। সেই সময় মাইক্রসফটের কোনো প্রতিদন্ধি ছিল না। ১৯৮৬ সালে মাইক্রোসফ পুজি বাজারো আসে এবং এক একটি শেয়ার ২১ ডলারে বিক্রি করে। এটি কম্পানির ৪৫% শেয়ার ধরে রাখে এবং বিল গেটস মাত্র একত্রিশ বছর বয়সে বিলিনিয়র হয়ে যায়। ১৯৯৪ সালে প্রথদিকে তিনি মাইক্রোসফট এর প্রধান ম্যানেজার মিলিন্ডাকে বিবাহ করেন।১৯৯৯ সালে শেয়ার বাজারে মাইক্রোসফট এর দাম প্রায় আটগুন বেড়ে যায়।এরপর তিনি ১০১ ডলারের মালিক হয়ে যান। এখন তিনি বিশ্বের মধ্যে সব থেকে ধনি ব্যক্তি।তিনি এই অর্থ বহু ভালো কাজে ব্যায় করেছেন।তার ছেলে মেয়ে অনেক গর্বিত তাদের মা বাবার এসব ভালো কাজের জন্য।

Leave a Comment