Google ‘গুগোল’ এর ইতিহাস

1.google এর আবিস্কারক ল্যারি পেজ এর জিবনি ১৯৭৩-১৯৮৮

গুগলের প্রতিষ্ঠা হচ্ছে ল্যারি পেজ। লরেন প্যারে পেজ ১৯৭৩ সালে ২৬ শে মার্চ জন্মগ্রহন করে। সে মার্কিং যুক্তরাষ্ট্রের মিসিগান রাজ্যের ইস্টল্যান্ড সিং এ জন্মগ্রহন করেন। তার বাবা হচ্ছে কালবিনসেন পেজ।তার মায়ের নাম গোলোরা পেজ। তারা দুইজনই ছিলেন একটি স্কুলের টিচার।ল্যারে পেজ ছোট থেকে বড় হয়েছে কম্পিউটার প্রযুক্তির সাথে।ল্যারি পেজ এর ঘরে টেকনলিজেকেল এর বই এর ছড়াছরি ছিল।

তিনি ছোটবেলা এই বই নিয়ে মগ্ন থাকতেন। তার যখন ছয় বছর তখন তিনি স্কুলে একটি ওয়াড প্রসেসর দিয়ে এসাইনম্যান্ট ূেখায়। তার বয়স যখন মাত্র১২ বছর তখন তিনি মনে মনে ভাবতে লাগলো যে সে একটি প্রতিষ্ঠান করতে, যাচ্ছেন। তার ভাইয়ের কারনে সে প্রযুকির বিষয়ে আরো আগ্রহ করে।তার আচার আচরন দেখেনই মনে হতো যে তার আবিষ্কারের মতো মেধা রয়েছে। তিনি১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত প্রথমিক স্কুলে পড়ার পর ইস্টল্যানসিং হই স্কুলে ভর্তি হয়। সেখান থেকে ১৯৯১ সালে পাশ করে বের হওয়ার পর মেসিগান স্টেট মিশনারি ইউনিভারসিটিতে পড়ালেখা শুরু করেন।

সেখানে তিনি লেগো দিয়ে তিনি ইজেক্ট পিন্টার তৈরি করে।সেখান থেকে তিনি স্নাতক পাশ করে।১৯৯৩ সালে তিনি সৌর গাড়ি নির্মান ও গবেষনা কাজ করে।তারপর তিনি স্টানফোর্ড ইউনিভারসিটিতে পিএইচডি করার জন্য ভর্তি হয়।সেখানে তারএকটি বন্ধু হয়। তার সাথে সে কাজ করে মিলে। তারপর ল্যারি এবং তার বন্ধু মিলে একটি ৩০সার্চ ইন্জিন তৈরি করেন।এইটির কাজ ছিল সবগুলো গুরুপ্তপূন্য পেজ এর তথ্য কে একসাথে করে রাখা।তাদের এই সার্চ ইন্জিনের কাজ শুরু হয়ে তাদের একসহপাঠির এক গ্যারেজে।তখন তারা এই সার্চ ইন্জিনের নাম দেয় গুগল।

2.google এর শুরু ও বিখ্যাত হওয়ার পেছনে ইতিহাস

১৯৯৭ সালের ১৫ই সেপ্টেম্বর ল্যারি পেজ এবং তার বন্ধু গুগো ডট কম নামে এটিকে নিবন্দন করে।নতুন একটি ইন্জিন চালু করেলও কম্পানি খোলার মতো টাকা তাদের দুই বন্ধুর কাছে ছিল না।তারপর তারা দুইজন অর্থ উর্পাজনের জন্য কাজ শুরু করে। তখন তাদের কাছে আসে সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা এন্ডি বেক্ট সেন। কম্পানি শুরু হওয়ার আগেই তিনি তাদেরকে এক লাখ ডলার দেয়।

তারপর তারা তাদের পরিবার বন্ধুবান্দসহ আরো অনেকের কাজ থেকে মিলিয়ে ১ মিলিয়ন ডলার জগার করে।আর এই টাকা দিয়েই ল্যারি পেজ এবং তার বন্ধু ১৯৮৮ সালে তৈরি করে গুগল ইন কোরপরেট।এই সময়ে তারা ৬০ মিলিয়ন পেজ ইন্ডেস্ক করে ফেলেন।তার সার্চ রেজালট গুগলের সার্চ ইন্জিল ভালো অবস্তা করে ফেলেন।

এরপর থেকেই গুগল হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইন্জিল।তাদের সূচনা গ্যারেজে হলেও তারপর দুই বছরের মাথায় তাদের কম্পানি সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায় ১৬৫ ইউনিভারসিটি এভিনিউ পালো আলটোতে।তিন বছরের মাথায় তাদের গুগলের প্রতিটি সেয়ারের মূল্য দাড়ায় ৭০০ ডলার। আর এই ভাবেই গুগল পৃথিবীতে সবচেয়ে বড় কম্পানি হয়ে ওঠে।তার তখন তিনি এবং তার বন্ধু সবচেয়ে কম বয়সি বিলিনিয়র হয়ে যায়।২০০৭ সালে ল্যারি পেজ বিয়ে করে। তিনি এখন দুই সন্তানের জনক।

২০০৯ সালে গুগল প্রথম এন্ড্রোয়েট অপারেটিং সিস্টম চালু করে।যা বর্তমান বিশ্বর সবথেকে বড় অপারেটিং সিস্টম।২০১১ সালে ল্যারি পেজ কে গুগলের প্রধান নির্বাহক হিসেবে ধরা হয়।ল্যারি পেজ গুগলের সিও হিসেবে চাকরিতে আসার পর তার বেতন ধরা হয় ১.২ মিলিয়ন ডলার। ২০১৬ সালে তারা সবচেয়ে বড় বিডিও সেয়ারিং ওয়েবসাইট ইউটিউব অধিগ্রহনকরে।যা বর্তমান সময়ের ববচেয়ে বড় বিভিও সেয়ারিং প্লাটপ্রম। গুগল ইউটুউব ও অপারেটিং ছাড়াও গুগল তৈরি করেছে গুগল ট্রাসলেসন, গুগল ম্যাপ, জিমেইল, অপেরা, ক্রোম সহ আরো পঞ্শটি প্রডাক রয়েছে গুগলের বান্ডারে।

গুগলের প্রধান হেড অফিস হচ্ছে ক্যালিফোনিয়াতে। আর বর্তমানের সর্বচ্চ ধনিদের তালিকায় গেলে দেখা যার ল্যারি পেজ ১২ তম স্তানে রয়েছেন। বর্তমান ল্যারি পেজ বোকালকট প্যারালাইসেস এ আক্রান্ত।এই রোগটি তার কন্ঠ দীরে দীরে স্থীর করে দিচ্ছে।তার ১৪ বছর আগে ঠান্ডায় একটি বোগালকট নষ্ট হয়ে যাওয়ার তার গলা এখনো খারাপ হয়ে আছে।তিনি তার কাজের জন্য অসংখ্য পুরুষ্কারে ভূষিত হয়েছেন।এরমধ্যে ২০১৪ সালের বছর সেরা ব্যবসায়ীর হিসেবে নির্বাচিত হয়েছে ল্যারি পেজ।

Leave a Comment