আমাদের প্রানের প্রিয় *প্রান*কম্পানির ইতিহাস

প্রান কম্পানিটি নাম বর্তমানে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রান কম্পানির ভালো গুনগত মানের জন্য বর্তমানেআআ্ সারা দেশে মোট ১৩৮ টি দেশে এটি ছরিয়ে রয়েছে।এই প্রান কম্পানিটি প্রতিষ্ঠান করেন রিটায়াড মের্জর জেনারেল আমজাদ চৌদূরি। তার জন্ম ১৯৩৭ সালের বাংলাদেশের নাটরে।তিনি পাকিস্তান থেকে তার পড়ালেখা শেষ করে।সেখানে তিনি ১৯৬৫ সালে পাকিস্তানি আর্মিতে যোগদেয়। এরপর১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে পাকিস্তান আর্মি থেকে বাহির করে দেওয়া হয়।এরপর ১৯৭৩ সালে তিনি ভারতের আর্মিতে যোগ দেয়।তিনি তখন ছিলে কোয়াটার মাস্টার জেনারেল।

তার পর তিনি সেখান থেকে ১৯৮১ সালে অবসর গ্রহন করে এবং সে চিন্তা করে ব্যবসা করবেন। তাই তিনি প্রথম আএফএল কম্পানি নামের কম্পানিটি চালু করেন।আরএফএল এর পূন্যরুপ হলো রংপুর ফাউনড্রি লিমিটেড।এরপর ১৯৮৫ সালে তারা তৈরি করলো প্রান কম্পানি।বর্তমানে প্রান কম্পানি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম ফুট ব্যান্ড।এই কম্পানিটি বর্তমানে অসংখ্য প্রডাক তৈরি করে অসছ একের পর এক।প্রান কম্পানি সর্বপ্রথম ২০০৩ সালে সৌদিয়ারবের আরব আমিরাত এ তাদের প্রান কম্পানি প্রতিষ্ঠান করে।তারপর এই কম্পানিটি ভারত, ইউএস, মালোয়শিয়া,ইউরোপসহ আরো কয়েকটি দেশে এই প্রডাক বিক্রি শুরু করে।তারপর ২০১৬ সালে প্রান কম্পানির আয় দশ বিলিয়নে পৌছায়। এই কম্পানিটিতে দেশি বিদেশি মিলে মোট ৮৪ হাজার কর্মচারী কাজ করছে।

আমজাদ খান এই কম্পানি ছাড়াও আরো কতগুলো সাইটে কাজ করতেন। সামাজিকভাবেও তিনি যথাযথভাবে তার দায়ীত্ব পালন করে আসছে। আমজাদ খান ২০১৫ সালের ৮ই জুন মৃত্যুবরন করেন। প্রান কম্পানি ছিল স্বাধিন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং পুরানে কম্পানি। এই প্রান কম্পানি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় কম্পানি। এই বিদস্ত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে নিয়ে গেছে প্রান কম্পানি।যার ফলে কয়েক হাজার লোকের কর্মস্থান তৈরি করে দিয়েছে এই প্রান কম্পানি।

Leave a Comment