বিস্বের সেরা জুতা কম্পানি ”বাটার” ইতিহাস

বাটা কম্পানিটির সূচনা শুরু হয়েছিল ১৮৯৪ সালে।যেখানে টমার্স বাটা এবং তার বোন আর তার ভাই মিলে জুতা বানানো শুরু করে। টমার্স বাটার কাছে এই কাজটি কোনো পুরোনো নয়। কারন তার র্পূবপুরুষ এর তিনশ বছর আগে থেকে মুচির কাজ করে আসছে। কিন্তু তাদের এই কাজের জন্য সম্পূন দায়ভার টমার্সবাটাই নিয়েছিলেন। তিনি ভাবতেন কিভাবে এই কম্পানিটিকে এগিয়ে নেওয়া যায়।প্রথমে সেখানে দশজন কর্মী নিযুক্ত করেন। যেকোনো কাজ প্রথমত ব্যার্থতার সাথে মিশে থাকেন।

ঠিক তেমনই হয়েছিল বাটা কম্পানির সাথে। তার কম্পানিটি স্টাট করার এক বছর পরঐ টাকার প্রয়োজন হয়।অতপর টমার্স অনেক দার দেনার মাঝে পরে যায়। তারপর সে চিন্তা করে চামড়ার জুতা না বানিয়ে কেনওয়াস সো বানানোর চিন্তা করে। এই আইডিয়া তাকে নতুন রাস্তা দেখিয়ে দিল। তার বানানো সো একটু কম দামের হওয়ায় তার অনেক জনপ্রিয়তা পায়। আস্তে আস্তে এটি আরো লাভবান হতে থাকে। কম্পানিটির উন্নতি হতে থাকে।এরপর টমার্স আমেরিকায় যায়। সেখান থেকে অনেক কিছু জিনিস কিনে আনে তিনি। তিনি ভাবেন কিভাবে একসাথে অনেকগুলে জুতা বানানো যায়। তিনি আস্তে আস্তে এক সাথে অনেকগুলে জুতো বানানো শিখে যায়।এবং এরপর তিনি আস্তে আস্তে আরো বেশি লাভবান হতে থাকে।এরপর তার পরিবারে এক সমস্যার দেখা দেয়। টমার্স এর ভাই মারা যায়। আর টমার্স এর বোন বিয়ে করে অন্য জায়গায় চলে যায়।এমন সময় টমার্স ভিষন একা হয়ে পরে।কিন্তু টমার্স হেরে যাওয়ার লোক ছিলেন না।

তিনি তার ছোট ভাইদেরকে কাজে নিযুক্ত করে দেয়।এরপর ১৯০৪ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় বাটা কম্পানি সৈন্যদের জুতা বানানো এক বড় ওডার পায়। তাদেরকে সময়মতো জুতা বানিয়ে দেওয়ার জন্য তারা আরো কর্মী বাড়ায় তাদের কম্পানিতে। বিভিন্ন শহরে তাদের কম্পানিও বাড়ানো হয়। ১৯১২ সালে বাটা কম্পানির কর্মীর সংখ্যা দাড়ায় ৬০০ এর অধিক।এই পর্যন্ত বাটা কম্পানি ভালোই চলছিল।কম্পানিতে মন্দা দেখা দেয়।যার ফলে কম্পানিটি লোকসান হতে শুরু করে।কিন্তু টমার্স এই সমস্যাটিকে কাটিয়ে ওঠতে চায়। তিনি কম্পানির জন্য একটি ঝুকিপূন্য কাজ নেয়। তিনি তাদের প্রডাকে ৫০% ছাড় দেয় এবং তাদের কর্মীদের কেও ৪০% ছাড় দিতে হয়।

এর জন্য কর্মীরা এগিয়ে আসে।তারা এই নিয়ে কাজ শুরু করে এবং পরে দেখা গেল কিছু কম্পানি আর্থিক মন্দার কারনে ধ্বংশ হয়ে যাচ্ছিল কিন্তু এমন সময় ৫০% ছাড়ে বাটা কম্পানি আরো সামনের দিকে এগিয়ে যেতে লাগলো।এর পর থেকে বাটা কম্পানিকে আর পিছে ফিরে তাকাতে হয় নি। বর্তমানে বাটা কম্পানি ৭০ টি দেশে বাটা বিক্রি করে আসছে।

Leave a Comment