বিভাগ প্রধান নিয়োগ

টিউটরিয়ালবিডি এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। আর এ বেগের সাথে তাল মিলাতে প্রতিটি বিভাগ পরিচালনা করার জন্য বিভাগ প্রধান নিয়োগ করা হবে।

বিভাগ প্রধানের দায়ীত্ব:

১. সংস্লিষ্ট বিভাগে প্রশ্নোত্তর নামক একটি পোস্ট থাকবে সেখানে পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে।
২. প্রতিটি বিভাগে একটি লিঙ্ক পাতা থাকবে, সেখানে বাংলায় বিভিন্ন স্থানের টিউটরিয়ালগুলোর লিংক সংগ্রহ করে প্রকাশ করতে হবে।
৩. বিভাগ পাতায় ১০০ শব্দের মধ্যে ভূমিকা সম্বিলিত আলোচনা লিখতে হবে।
৪. সংস্লিষ্ট বিভাগ গুলোর পোস্টসমুহে মতামত প্রদান, ভুল সংশোধনের চেস্টা ও লেখকদের অনুপ্রেরণা দান সহ নতুন নতুন টিউটরয়ালে সমৃদ্ধ করার চেস্টা করা।

বিভাগ প্রধান কি পাবেন?

১. প্রাথমিকভাবে এটি কোন আর্থিক লাভজনক প্রতিষ্ঠান না হওয়ায় কোন টাকা পয়সা দিতে পারবো না।
২. বিভাগ প্রধানের নাম ও সাইটের লিঙ্ক (যদি থাকে) বিভাগ পাতায় যুক্ত করা হবে।
৩. টিউটরিয়ালবিডি-তে একটি ই-মেইল ঠিকানা দেয়া হবে।

আবেদনের পদ্ধতি:

info@TutorialBD.com ঠিকানায় পছন্দের বিভাগের নাম, টিউটরিয়ালবিডি ইউজার আইডি, মোবাইল নম্বর সহ মেইল করতে হবে।

4 thoughts on “বিভাগ প্রধান নিয়োগ”

  1. I am not any English teacher .But i study in abroad in english. আমি বাঙ্গালি । আমি বাংলায় কথা বলি। বাংলাকে ভাল বাসি। ইংরেজি দূরে থাক। আমি যদি এই বাংলার ব্লগ এ লেখার বা কাজ করার সুযোগ পাই , নিজেকে ধন্য মনে করব।। ।। সুমন বাংলার ।।

  2. আপনি রেজিষ্ট্রেশন করে এখনই লেখা শুরু করতে পারেন। লেখা মান সম্মত হলে, সম্পাদনা করে প্রকাশ করা হতে পারে। ধন্যবাদ আপনার আগ্রহের জন্য।

Leave a Comment