আব্রাহাম লিংকনের জন্ম ১৮০৯ সালে। তার জন্ম হয়েছে সাদামাটা একটি কুটির ঘরে। তার বাবা ছিল একজন কাঠ মিস্ত্রি ও কৃষক। এছাড়াও তার বাবা মুচি হিসেবে ও পরিচিত ছিল। ফলে তার ছোট কাল থেকেই দরিদ্রতার সাথে বড় হয়ে ওঠেছে।
তার বয়স যখন নয় বছর তখনই অকালে তার মা মারা যায়। তারপর তার বাবা অারেকটি বিয়ে করে। ঘরে এলো তার স্বত মা। স্বত মায়ের সাথে সম্পর্কটা ভালো থাকলেও সম্পর্কটা খারাপ হয়ে যায় বাবার সাথে। তার বাবার সাথে সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার মৃত্যুর অনুষ্ঠানেও আসলো না। ছোটকাল থেকেই তার লেখাপড়ার কোনো সুযোগ হয় নি। তার লেখাপড়ার মোট সময় ছিল ১৮ মাস।
তার কর্ম জীবনের শুরুটা করেছিলেন ইলিনয়ের দ্বৈত মালিকানাধীন একটি মদি দোকান ধরে। কিন্তু দিন শেষে কোনো লাভ খুজে পায় নি। তাই সেখানে তার অংশ বিক্রি করে চলে অাসে। তারপর যোগ দেয় রাজনীতি দলে। সেখানে অংশগ্রহন করে ইলিনয়ের নির্বাচনে। তারপর সেখান থেকে অনেক জনপ্রিয়তার হাতছানি পেলেও তার লেখাপড়া ও টাকার কারনে সেখান থেকেও চলে আসে। তারপর যোগ দেয় পোস্ট মাস্টার হিসাবে এবং তার পাশাপাশি সে সিদ্বান্ত নেয় আইন বিষয়ে পাড়াশুনা করতে। কিন্তু এই কাজ থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হলো। কিন্ত সে দমে গেলেন না।
সে শুরু করলেন আইন বিষয়ে পড়াশুনা।নানা বিষয়ের অাইন বই নিয়ে তিনি পড়ালেখা করে। তার পাশাপাশি তিনি দ্বিতীয় বার শুরু করেন নির্বাচনের কাজ। একসময় তার আইন বিষয়ে পড়ার সুযোগ পায় অন্যদিকে দ্বিতীয় নির্বাচনে তিনি আরো বেশি ডাক পেলো। তারপর তার মেয়ের সাথে সম্পর্ক হলো।
মেয়েটির নাম হলে এন রুথলেজ। সে তাকে বিয়ে করার সিদ্বান্ত নেয়। কিন্তু সে ও তার কপালে হলো না। প্রচন্ড টাইফয়েট জ্বরে মারা যায় তার প্রেমিকা এন রুথলেজ। মানসিক ভাবে ভেঙ্গে পড়লেন আবার মানুষটা। তারপর সে আবার ঘুরে দাড়াতে চেষ্ঠা করে। কিন্তু অাবার হেরে যায় তিনি নির্বাচনে।
আরো পরতে ভিসিট ক্রুন টিউটোরিয়াল
১.মাইকেল জেক্সনের জিবনি ..https://tutorialbd.com/p/22820/
অতপর ১৮৪২ সালে তিনি বিয়ে করে ম্যারি টড নামের মেয়েকে। ১৮৪৩ সালে তাদের সন্তান জন্ম হয়।তিনি বার বার হেরে গিয়েও থামলেন না। তিনি এর শেষ দেখতে চাইলেন। কিন্তু তিনি হারতেই থাকলেন। ১৮৫৬ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে ১০০ ভোটে হারলেন। আবার তার সেই পরাজয়।অতপর১৮৬০ সালে তার প্রথম জয় এলো। তিনি হলেন ১৬ তম প্রেসিডেন্ট।
এতবার হেরে যাওয়ার পর ও তিনি এটা মনে করেন নি যে রাজনীতি আমার জন্য নয়। তিনি এত বার হেরে যাওয়ার পর ও এইটা মনে করে নি যে সে কখন জয় লাভ করতে পারবেন না। তাই তো তিনি হতে পেরেছেন অামেরিকার সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্টদের মধ্যে একজন। তিনি হলেন অাব্রাহাম লিংকন।