ব্যাঙ এর জীবন চক্র

পানি এবং মাটি উভয় স্থানে থাকতে পারে ব্যাঙ, আমরা বলি উভয়চর প্রানী। তারা তাদের চামরা দিয়ে পানি গ্রহণ করতে পারে বলে পানি মুখ দিয়ে পান করতে হয় না। পৃথিবীতে ৫০০০ প্রজাতির ব্যাঙ আছে। আমরা এখন জানবো ব্যাঙ এর অদ্ভুত জীবন চক্র সম্পর্কে।

১. বাংলাদেশে বৃষ্টির সময় ব্যাঙ মিলিত হয়। পুরুষ ব্যাঙ মিলিত হওয়ার জন্য ডাকতে থাকে ঠিক এভাবে। স্ত্রী ব্যাঙ এর ডিম নিষিক্ত হয়ে যায়।

২. ঠান্ডা স্বচ্ছ পানিতে ডিম পারে। অনেক অনেক সাদা ডিম কোন ডাল বা গাছের সাথে বা মাটির টিবিতে পেরে রাখে। কখনো বা কিছু ডিম মাছ ও পাখি খেয়ে ফেলে।

৩. কিছু দিনের মধ্যেই ডিম থেকে লার্ভা বের হয় যাকে টেডপোল বলে। আর এই লার্ভায় শুধু মাথা ও লেজ থাকে। তারা পানিতে সাতরে বেড়ায়। এই লার্ভা প্রথমে ডিমের বাকি অংশ খায়। পরে পানির প্লাংটন খেয়ে বড় হতে থাকে।

৪. ইতি মধ্যে তারা বাচ্চা ব্যাঙ এ পরিনত হয়ে গেছে। বাচ্চারা ছোট পোকা খাওয়া শিখে যায়। এ সময় তাদের লেজ থাকে।

৫. তাদের লেজ বিলুপ্ত হয় প্রায় ৪ সপ্তাহ পরে। আর এখন তাদের প্রাপ্ত বয়স্ক ব্যাঙ বলা চলে।

Source

Leave a Comment