এইচপি নিয়ে এল HP Pavilion 14-ce0049tx

বিভিন্ন জনপ্রিয় লাপটপ ব্রান্ডের মধ্যে এইচপি অন্নতম। মূলত ২০০২ সালে এইচপি এবং কমপ্যাক এক হয়ে কম্পিউটার বাজারে একটা বড় অবস্থান তৈরি করে।  এইচপি ল্যাপটপের বেশ অনেকগুলো মডেল রয়েছে যা প্রায় সকলের প্রয়োজন এবং চাহিদার সাথে মিলে যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে HP Pavilion 14-ce0049tx। চলুন একনজরে দেখে আসি কি কি আছে এই ল্যাপটপটিতে। 

১। ইন্টেল কোর আই ফাইভ ৮২৫০ইউ প্রসেসর

২। ৪ গিগাবাইট ডিডিআর৪ র‍্যাম

৩। ১৪ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন

৪। ১ টেরাবাইট হার্ড ডিস্ক

৫। ৩- সেল ৪১ ওয়াট লি-অন ব্যাটারি

৬। প্রসেসর স্পীড ১.৬ গিগা হার্টয

৬। ১.৫৯ কেজি ওজন

আকর্ষণীয় এই ল্যাপটপটি আপনি কিনতে পারবেন মাত্র ৬১,৫০০ টাকায়। এই ল্যাপটপটির সাথে এসেছে ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। ল্যাপটপটি লোকাল মার্কেট ছাড়াও অনলাইন শপগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়া এই ল্যাপটপটি সম্পর্কে আরও জানতে এইচপির ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Leave a Comment