একটা নেটওয়ার্ককে ছোট ছোট ভাগে ভাগ করাকে সাবনেটিং বলে। আইপিভি৪ এ কখনো বা ভিন্ন ভিন্ন সংখ্যক হোস্টের জন্য সাবনেট প্রয়োজন হতে পারে। আবার ভিন্ন ভিন্ন বিভাগে ভিন্ন নেটওয়ার্কে রাখার দরকার হতে পারে। আর এ জন্যই সাবনেটিং।
সাবনেটিং এর বেসিক প্রয়োজনীয়তাঃ
নেটওয়ার্কের পারফর্মেন্সঃ সাবনেটিং এর ফলে নেটওয়ার্ক পারফর্মেন্স ভাল হয়। অনেক বড় নেটওয়ার্কে যোগাযোগের ক্ষেত্রে সবগুলো হোস্টকে ব্রডকাস্ট করতে হয়। সাবনেটিং এর মূল উদ্দেশ্যই হলো কম সংখ্যক হোস্ট নিয়ে কাজ করা। আর তাই ভাল পারফর্ম করে।
নিরাপত্তাঃ কোন প্রতিষ্ঠানের একাউন্স বিভাগের মধ্যেই পাবলিক শেয়ার ফোল্ডার রাখলে তা যাতে অন্যরা দেখতে না পারে তার জন্য সাবনেটিংটাই সহজ সমাধান।
সহজে ম্যানেজঃ আবার নেটওয়ার্কের সাবনেট ধরে ফায়ারওয়াল বা অন্য কোন সিকিউরিটি সেট করলে সহজে নেটওয়ার্ক ম্যানেজ করা যায়।
