
সংক্ষিপ্ত অর্থে ফাংশন হচ্ছে কতগুলো স্টেটমেন্ট এর সমষ্টি বা ব্লক। যা একবার তৈরি করে সংক্ষিপ্তরূপে কল করে বারবার প্রোগ্রামের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায়। এতে করে প্রোগ্রামে কোডিং এর পরিমাণ হ্রাস পায়। তাছাড়া বিভিন্ন প্রোগ্রামের বিল্টইন ফাংশন সমূহ একজন প্রোগ্রামার শুধুমাত্র সরাসরি কলকরেই ব্যবহার করতে পারেন, এতে করে প্রোগ্রামিং অনেক সহজ হয়ে এসেছে। আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই এই সকল বিল্ট ইন ফাংশন সমূহের কার্যকারীতা এবং ব্যবহার পদ্ধতি জেনে দক্ষ প্রোগ্রামার হয়ে উঠতে পারছি। এছাড়া একজন দক্ষ প্রোগ্রামার এর বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পায় প্রোগ্রামের মধ্যে প্রয়োজনীয় ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি এবং তার সঠিক প্রয়োগের উপর।
ফাংশন তৈরি
ফাংশন তৈরি করার জন্য প্রথমে function কিওয়ার্ড ব্যবহার করা হয়। তারপর ফাংশনের নাম লেখা হয় (যে নামের মাধ্যমে পরবর্তীতে ফাংশনটিকে কল করা হয়) এর পর ফাস্ট ব্রাকেট দিতে হয় । এবং যদি ফাংশনের এক বা একাধিক আর্গুমেন্ট বা প্যারামিটার থাকে তা ফাস্ট ব্রাকেট এর মধ্যে উল্লেখ করতে হয়। তারপর সেকেন্ড ব্রাকেট এর মধ্যে ফাংশনের মূল অংশ(যেখানে কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় স্টেটমেন্ট সমূহ থাকে) লেখা হয়। অর্থাৎ কোন ফাংশনের সিনট্যাক্স হচ্ছে
function FunctionName(Argument1,Argument2)
{
Statement1
Statement2
…………..
}
ফাংশন প্রথমে তৈরি করতে হয় এবং তারপর কল করতে হয়।
অনুশীলন প্রজেক্ট
<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background: #00cc99 ; color: #000000;}
</style>
</head>
<body>
<?php
function AboutTutohost()
{
echo “<h2> About Tutohost</h2>”;
echo “<p> We are relaibale Bangladeshi hosting provider. The
world wide technical and support team is working for your best
movement. We are dedicated with client requrement. You can host your
huge data of your company with our secured and hacking proof server. We
are taking care of more than 1000 bangladeshi websites and their huge
information.</p>”;
}
echo “<h2> Example of function</h2>”;
AboutTutohost();
?>
</body>
</html>
উপরের কোডটুকু একটা nptepad এ লেখার পর File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করার পর File name এ index.php দিয়ে Save as type এ All files সিলেক্ট করে Save এ ক্লিক করে Save করতে হবে। index.php ফাইলটিকে C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এ কাজটিকে সহজে করার জন্য htdocs ফোল্ডারটিকে Shortcut করে Desktop এ রেখে দেয়া যেতে পারে। XAMPP Running অবস্থায় থাকলে index.php ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আর যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php । তাহলে ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে।
- function AboutTutohost() এর মাধ্যমে প্রথমে ফাংশন তৈরির জন্য function কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং AboutTutohost নামে ফাংশনটির নামকরণ করা হয়েছে।
- { } সেকেন্ড ব্রাকেটের মধ্যে ফাংশনের মূল স্টেটমেন্ট সমূহ লেখা হয়েছে। এখানে দুইটি echo এর মাধ্যমে একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ তৈরি করা হয়েছে।
- প্রোগ্রামটিতে AboutTutohost(); এর মাধ্যমে ফাংশনটিকে কল করা হয়েছে।
- এই ফাংশনটি একটা সহজ সাধারণ ফাংশন যার কোন আর্গুমেন্ট নেই।এবং AboutTutohost() ফাংশনটি কোন ভ্যালু রিটার্ন করে না।
- ১.১ পিএইচপি কি? (What is PHP)
- ১.২ পিএইচপি কেন প্রয়োজন? (Why PHP is required?)
- ১.৩ পি এইচ পি প্রোগ্রামিং এর জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ
- ২. এক্স এ এম পি পি ইন্সটলেশন (Xampp installation)
- ৩.১ পিএইচপি ফাইল প্রদর্শন (Display PHP file)
- ৩.২ পি এইচ পি কোডিং এর জন্য প্রয়োজনীয় এডিটর এবং কম্পাইলার
- ৩.৩ পি এইচ পি তে প্রথম প্রোগ্রাম (First program of PHP)
- ৪.এইচ টি এম এল এর সঙ্গে এমবেডিং (Embedding with HTML)
- ৫. পি এইচ পি দ্বারা টেক্সট প্রদর্শন (Display text by PHP)
- ৬.১ মন্তব্য যুক্ত করার পদ্ধতি (Method to add comment)
- ৬.২ পি এইচ পি তে মন্তব্য যুক্ত করার উদ্দেশ্য
- ৬.৩ সিঙ্গেল লাইন মন্তব্য (Single line comment)
- ৬.৪ মাল্টি লাইন মন্তব্য (Multi line comment)
- ৭.১ ভেরিয়েবল(Variable)
- ৭.২ পি এইচ পি তে ভেরিয়েবল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- ৭.৩ পি এইচ পি তে ভেরিয়েবল যুক্ত করার বিশেষ নিয়ম
- ৭.৪ ডাইনামিক ভেরিয়েবল (Dynamic variable)
- ৮. ডাটা টাইপ (Data types)
- ৮.২ ইন্টিজার (Intiger)
- ৮.৩ ফ্লটিং পয়েন্ট নাম্বার (Floating-Point Number)
- বুলিয়ান টাইপ ডাটা (Boolean type data)
- স্ট্রিং টাইপ ডাটা (String type data)
- ৯.২ ধ্রুবক (Constant)
- ১০.১ অপারেটর এবং অপারেন্ড ( Operator & Operand)
- ১০.২ এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট (Expression & Statement)
- ১০.৩ অপারেটরের প্রকারভেদ (Types of Operators )
- ১০.৪ এ্যারিথমেটিক অপারেটর(Arithmetic Operator)
- ১০.৫ এসাইনমেন্ট অপারেটর ( Assignment Operator)
- ১০.৬ ইনক্রিমেন্ট/ডিক্রিমেন্ট অপারেটর (Increment/decrement Operator)
- ১০.৭ কমপারিসন অপারেটর (Comparison Operator)
- ১০.৯ লজিক্যাল অপারেটর ( Logical Operator)
- ১০.১০ কনক্যাটেনেশন অপারেটর (Concatenation Operator)
- ১১. কন্ডিশনাল স্টেটমেন্ট (Conditional Statement)
- লুপিং স্টেটমেন্ট (Looping statement)
- ব্রেক স্টেটমেন্ট (break statement)
- কন্টিনিউ স্টেটমেন্ট (Continue statement)
- ১২. এরে (Array)
- এরে তৈরির কৌশল
- এরের প্রকারভেদ (Types of arrays)
- মাল্টিডাইমেনশনাল এরে (Multidimensional array)
- ফাংশন(Function)
- ফাংশন আরগুমেন্টস এবং রিটার্ন ভ্যালু
- ফরম (Form)
- তারিখ (Date)
- ইনক্লুড (Include )
- ফাইল (File)
- ফাইল আপলোড (File Upload)
- কুকিজ (Cookies)
- সেসনস (Sessions)
- ই-মেইল (E-mail)
- সুরক্ষিত ই-মেইল (Secure E-mail )
- এক্সেপশন (Exception)
- ফিল্টার (Filter)