জিন্স ভিজিটিং কার্ড তৈরী

ফটোশপের মাধ্যমে আমরা খুব সহজেই ভিজিটিং কার্ড বানাতে পারি। নিচের টিউটরিয়ালটিতে তাই দেখবেন। এর আগেও একটি পোস্টে বেশ কিছু ভিজিটিং কার্ডের ফাইল রয়েছে যা দিয়ে খুব সহজেই ভিজিটিং কার্ড বানাতে পারেন।

business-final-image1

প্রথম ধাপ : নতুন একটি ডকুমেন্ট নেই। নেচের মতো সেটিং পছন্দ করি।

700×500px এর একটি ফাইল নেই।

create-a-new-document

দ্বিতীয় ধাপ: কালো রং এর একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে

৩য় ধাপ: ৫২০*২৯৫ পিক্সেলের একটি শেপ নেই।

business-card-dimensions

৪র্থ ধাপ: জিন্স এর একটি সুন্দর টেক্সার ডাউনলোড করে নিচের ছবির মতো সাজিয়ে নেই।

clipping-mask-of-the-shape

একটি গ্রাডায়েন্ট নেই।

gradient-overlay

ছবিটি নিচের মতো মনে হতে পারে:

with-gradient

৫ম ধাপ 5: জিন্স বার্ন করা

বার্ন টুল ব্যবহার করে হালকা ভাবে বার্ন করে নেই।

burn-tool

আরও সুন্দর করতে চাইলে to Filter->Sharpen->Smart Sharpen এ গিয়ে নিচের সেটিং পছন্দ কনতে পারেন।

improving-the-picture-using-smart-sharpen

৬ষ্ঠ ধাপ:সেলাই সংযুক্ত করা

সেলাই এর চিত্র ডাউনলোড করে তা নিচের মতো যুক্ত করে দিন।

adding-thread

৭ম :উপরের বাম কোনে আরও একটি থ্রেড ও বোতাম যুক্ত করি:

expanded-area

the-outer-glow-beatifull

finished-button

label-imprint

লেবেল সংযুক্ত করি এবং সেই সাথে সুতা ও প্রয়োজনীয় লেখাগুলো সংযোজন করি।

load-brushes

brush-tip-shape

shape-dynamics

threaded-label

প্রয়োজনীয় লেখাগুলো সংযোজন করি।

business-card-details-inside-the-label-imprint

business-card-adress

সব শেষে নিচের মতো সুন্দর ভিজিটিং কার্ড তৈরী হবে

business-card-jeans-style-ready-for-print

2 thoughts on “জিন্স ভিজিটিং কার্ড তৈরী”

  1. Full color cards, or cards that use many colors, are printed on sheetfed presses as well; however, they use the CMYK (cyan, magenta, yellow, and black) four-color printing process. Screens of each color overprinted on one another create a wide gamut of color. The downside to this printing method is that screened colors if examined closely will reveal tiny dots, whereas spot color cards are printed solid in most cases. Spot colors should be used for simple cards with line art or non-black type that is smaller than 5 points.;

    Most up-to-date short article coming from our web-site
    <http://www.caramoan.ph

Leave a Comment