এআই সিকিউরিটি ক্যামেরা প্রযুক্তি প্যাটেন্ট করছে এপল

আইর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বাড়ির নিরাপত্তা ব্যবস্থায় দারুন কিছু যোগ করা সম্ভব। বিশেষ করে পরিচিত লোকের ফেস ডিটেক্ট করতে পারলে অপরিচিতের ক্ষেত্রে সংকেত দেওয়ার ব্যবস্থা হলে বেশ সুবিধা হয়, তাই না?

হয়তো এমন কিছু বিষয় নিয়েই কাজ করছিল লাইটহাউস নামের প্রতিষ্ঠান যা এআই সিকিউরিটি ক্যামেরা নির্মান করে যাচ্ছে।

এপল তাদের প্যাটেন্ট এবং নিজেদের কিছু জিনিস মিলিয়ে হয়তো মজার কোন সুবিধা নিয়ে আসবে সিকিউরিটি ক্যামেরার জগতে। উল্লেখ্য আইফোনে তারাই প্রথম থ্রিডি ম্যাপিং এর মাধ্যমে ফেইস আইডির মাধ্যমে ফোন আনলক করার ব্যবস্থা করে। যা পরবর্তিতে অনেক ফোন নির্মাতারাই অনুসরণ করে চলে।


Leave a Comment