মাইক্রোসফট উইনডোজের জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করবে

মাইক্রোসফট নিজেদের জন্য ক্রোম ব্রাউজার ডেভলপ করছে। পরবর্তিতে আমরা ডিফল্ট ব্রাউজার হিসিবে হয়তো ক্রোমকেই দেখতে পাবো।

মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরের পর এইজ ব্রাউজার নিয়ে আসে যা তেমন জনপ্রিয় হচ্চে না। উইনডোজ ব্যবহারকারীরা মজিলা ও গুগল ক্রোমই বেশি ব্যবহার করছে। তাই গুগলের সাথে মাইক্রোসফটের একটি দল মিলে উইনডোজের জন্য ক্রোম ব্রাউজারকে কিছ পরিমার্জন করে ব্রাউজার বানাচ্ছে।

উল্লেখ্য মাইক্রোসফট দিন দিন অনেকটা ওপেনসোর্সের দিকে যাচ্ছে। উইনডোজ অপারেটিং সিস্টেমে উবুন্তু চলার ব্যবস্থা এবং আজুরি স্ফেয়ারের জন্য লিনাক্স ব্যবহার করার সিদ্ধান্ত বেশ সময়োপযোগি।

Picture Source

Leave a Comment