বুটস্ট্র্যাপ bootstrap ফাইল কল করা – পর্ব ৩

বুটস্ট্র্যাপ ৪ নিয়ে কিভাবে কাজ করবো?

দুইভাবে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করা যায়-বুটস্ট্র্যাপের ফাইলগুলো ডাউনলোড করে নিজের সারভারে রেখে সেখান থেকে কল করা।

বুটস্ট্র্যাপ CDN এ হোস্ট করা আছে। সেখান থেকে কল করা। বুটস্ট্যাপ ৪ এ সিএসএস ফাইল bootstrap.min.css এবং জাভাস্ক্রিপ্ট ফাইল jquery.min.js popper.min.js এবং bootstrap.min.js লাগবে।

<!-- Latest compiled and minified CSS -->
<link rel="stylesheet" href="https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/4.1.3/css/bootstrap.min.css">

<!-- jQuery library -->
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.3.1/jquery.min.js"></script>

<!-- Popper JS -->
<script src="https://cdnjs.cloudflare.com/ajax/libs/popper.js/1.14.3/umd/popper.min.js"></script>

<!-- Latest compiled JavaScript -->
<script src="https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/4.1.3/js/bootstrap.min.js"></script>

 

https://getbootstrap.com থেকে ডাউনলোড করে নিজের সারভারে আপলোড করে একইভাবে কল করেও কাজ করা যাবে।

সিডিএন থেকে কল করলে-

  • নিজের সারভারের ব্যান্ডউইথ খরচ হবে না।
  • ব্রাউজারের ক্যাশে অনেকসময় এই লিংকটির ফাইল (অন্য ওয়েবসাইট যদি ব্যবহার করে থাকে) থাকতে পারে, সেক্ষেত্রে ওয়েবসাইট আরো দ্রুত কাজ করবে।
  • সিডিএন ক্লাউড হোস্টিং হোস্ট করা থাকে তাই দ্রুত কাজ করার কথা।

নিজের সারভারে হোস্ট করলে-

  • নিজের কাছে নিরাপদ মনে হতে পারে। কখনো সিডিএন রীচ করতে না পারার বেপারে ভয় থাকলে নিজের সারভারেই হোস্ট করা উচিৎ।
  • যদি নিজের প্রয়োজনে ব্রটস্ট্র্যাপের ফাইল পরিবর্তন করতে চান তাহলে নিজের সারভারেই হোস্ট করতে হবে।

জাভাস্ক্রিপ্ট ফাইল-

বুটস্ট্র্যাপের মডাল, টুলটিপ ইত্যাদি ইন্টারেকটিভ কিছু জিনিস আছে তার জন্য jquery ও popper দরকার পরে। আপনি যদি সেগুলো ব্যবহার না করেন তাহলে শুধু সিএসএস ফাইল কল করলেই চলবে।

আগের পর্বঃ

বুটস্ট্যাপ পরিচিতি

বুটস্ট্র্যাপ ইতিহাস

Leave a Comment