গার্লফ্রেন্ড রোবট বানানোর কাজ প্রায় শেষের দিকে। কিছু দিন পর হয়তো দোকানে দোকানে কিনতে পাওয়া যাবে আমার পছন্দের ভার্চুয়াল গার্লফ্রেন্ড।
রোবটিক গার্লফ্রেন্ড নিজের জন্য তৈরী করে। পরে সে উডিং পার্টি করে সেই রোবটটিকে বিয়েও করে। এ বেপারে চীনে বেশ হই চই পরে যায়।
বিষয়টি এখানেই থেমে যায় নি। সে এখন লাখ লাখ তরুনদের জন্য তৈরী করছে ডেটিং রোবট।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের আরো আপডেটের মাধ্যমে এই রোবটটি আরো বেশি উন্নত হচ্ছে।
জেন্ডার ইমব্যালেন্সসহ অনেক কারনের যুবকরা তাদের বউ খুজে পাচ্ছে না। অনেকে মনে করছে এমন দিন খুব কাছে যে মানুষ রোবটকে বিয়ে করে সংসার করা শুরু করবে।
এছাড়াও অনেক প্রতিষ্ঠানই বানিজ্যিক ভিত্তিতে এই ধরনের রোবট বানানো শুরু করে দিয়েছে। কিছুদিন আগে সোফিয়া নিয়ে বেশ আলোচনা ছড়িয়ে পরে বিশ্বে।