যাদের ঘ্রাণ শক্তি প্রখর তাদের দিক নির্ণয় শক্তিও প্রখর

কোন একটি ঘ্রাণ পাওয়া যাচ্ছে-আপনি হয়তো পাচ্ছেন না। আপনার পাসের জন হয়তো পাচ্ছে। আবার গাড়ী দিয়ে ভ্রমন করার পর একজন হয়তো সঠিকভাবেই ধারণা করতে পারছে যে এটা পূর্ব এবং এটি পশ্চিম। আপনি হয়তো বুঝতেই পারছেন না।

গবেষকরা মনে করছে ব্রেণের একটি অংশ এই উভয় কাজের জন্য নিয়োজিত।

গবেষক লুইসা ৫৭ জন লোককে কম্পিউটার স্ক্রিণে একটি ভাচুয়াল টাউনে ঘুরায় এবং দিক নির্দেশ করতে বলা হয়। কেউ সঠিক উত্তর দিতে পারলো, কেউ পারলো না। আবার একই ভাবে তাদের দলকেই কোন বস্তুর ঘ্রাণ পরিক্ষা দেওয়া হয়। একই ব্যক্তিরা উভয় ক্ষেত্রে সঠিক ছিল।

Picture Source

Leave a Comment