মেঘ ভেদকারী লেজারের মাধ্যমে কোয়ান্টাম ইন্টারনেট তৈরী করা সম্ভব

সেপৃথিবীর চার পাসের সেটেলাইটগুলোর ভবিষ্যত ইন্টারনেট হতে পারে দ্রুতগতির লেজার রস্নি। বর্তমানের সেটেলাইটের যোগাযোগের পদ্ধতিতে মেঘাচ্ছন্ন আকাশে সেটেলাইটের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় বা ডাটা লস হয় প্রচুর। কিন্তু মেঘভেদকারী লেজারে (Cloud Zapping Laser) এই সমস্যাটি থাকবে না।

গবেষকরা ইতোমধ্যে ল্যাবরেটরীতে মেঘাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করে মেঘ ভেদকারী লেজার রস্নি পাঠিয়া সফল হয়েছে।

চায়না ইতিমধ্যে বিশ্বের প্রথম কোয়ান্টাম সেটেলাইট তৈরী করে ফেলেছে।

বর্তমানের ক্যাবল ইন্টারনেটের এই সেটেলাইট হবে আরো বেশি নিরাপদ। বিশেষ করে কোন দেশের নিজস্বগুরুত্বপূর্ণ তথ্য প্রবাহের জন্য সেটেলাইট ইন্টারনেট বেশি খরচ হলেও সুবিধা জনক।

Picture and News Source

Leave a Comment