এপলের মোশন কো-প্রসেসর কি কাজ করে?

আইফোনের বেশ কিছু সেন্সর আছে যা ফোনটি যখন ঘুমিয়ে থাকে তখনও কাজ করে। মোবাইলের মেইন প্রসেসরের কয়েকটি মাত্র কোর সেইসময় একটিভ রাখা হয় যাতে ব্যাটারী খরচ কম হয়। জিপিএস ট্র্যাকার, জাইরেস্কোপ, এসিলেরোমিটার, কম্পাস ইত্যাদি সেন্সরের ডাটা রিয়েলটাইম সংরক্ষণের জন্য অপেক্ষাকৃত কম বিদ্যুৎ খরচ করে এমন আরেকটি প্রসেসর ব্যবহার করছে এপল।

আইফোন ৫এস এ কো-প্রসেসর ব্যবহার শুরু হয় ২০১৩ সালে। এরপর থেকে কো-প্রসেসরের কাজের পরিধি আরো বাড়িয়ে বেরোমিটার এবং সিরি এপসের ভয়েজ কমান্ডের নির্দেশনার ডাটা কো-প্রসেসর প্রসেস করে।

দুইটি জিনিসের ক্ষেত্রে এই কো প্রসেসর দারুন সুবিধা দিচ্ছে-

১. ব্যাটারী লাইফ অপটিমাইজঃ

মোশন কো-প্রসেসর কম বিদ্যুৎ খরচের ধাচেই তৈরী। আর তাই এটি সারাক্ষণ কাজ করে গেলেও আপনি বেশ ভাল ব্যাটারী ব্যাকআপ পাচ্ছেন।

২. ইউজাবিলিটি এরং ট্র্যাকিং ডাটাঃ

আপনি কখন কি করছেন- হাটছেন, ড্রাইভিং করছেন, নাকি স্থির আছেন তা আইফোনকে বুঝে নিতে হবে। এটা সে বুঝে নিবে কো-প্রসেসর যে তথ্য সংরক্ষণ করে যাচ্ছে তা থেকে।

Leave a Comment