গ্রাফিক ডিজাইনারের জন্য করনীয়

বিভন্ন কাজের ঝামেলায় আমরা অনেক সময় অনেক প্রয়োজনীয় কাজটি করার সময় পাই না। আজ ডিজাইনারদের অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় আলোচনা করবো ।  নিন্মোক্ত বিষয়ে আলোকপাত করা হবে:

১. সকল ফাইল ও কাজের ব্যাকআপ লোকাল কম্পিউটার ও অনলাইনে সংরক্ষন করা।

আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছি যার সংগ্রহ এখন আমার কাছে নেই। একই ধরেনর অনেক ডিজাইনই আমাকে করতে হয় যা আগের করা কাজের ব্যাকআপ থাকলে নতুন করে করতে হতো না। সামান্য অসচেতনতার কারনে অনেক পরিশ্রম দিতে হচ্ছে। তাই এখন থেকে নিজের কাজগুলোকে লোকাল কম্পিউটার ও অনলাইনে সংরক্ষন করে রাখি। এ ব্যাপারটি ডিজাইনারদের জন্য আসলেই খুবই গুরুত্বপূর্ণ। নিন্মোল্লিখিত লিংকে ব্যাকআপ রাখতে পারেন আপনার মূল্যবান কাজের ধারা:

২. নিজের পোর্টফলিও নিয়মিত আপডেড রাখা ও সুন্দরভাবে গুছিয়ে নেয়া

নিজের কাজের সাথে সাথে প্রজেক্টের বিবরণ সহ পোর্টফলিওটি আপডেট করা একান্ত জরুরী। অনেক ভাল ভাল ডিজাইনার আছে যাদের পোর্ফলিওটি বছর নাগাত আপডেট করা হয় না, অথচ তারা এর মধ্যে অনেক অনেক প্রজেক্ট সম্পন্ন করে ফেলেছে।

অনলাইনে কিছু পোর্টফলিও সাইট দেখুন যার মাধ্যমে আপনার পোর্টফলিও বানিয়ে রাখতে পারেন:

৩. ঝুলন্ত প্রজেক্টগুলোর কাজ শেষ করা

একটি জরিপে দেখা যায় শতকরা ৩৮ ভাগ ডিজাইনার তাদের ডিজাইন শেষ করতে দেরী করে ফেলে ।আবার অনেক সময় ক্লাইন্টের পআগ্রহ কম হোয়ার জন্যও দেরীতে কাজ করে । সময় মতো কাজগুলো শেষ করলে নতুন কাজগুলো করতে সুবিধা হয়। মাথার বোঝাও থাকে না,টেনশন ফ্রি থাকা যায়।

৪. ডিস্ক পরিচ্ছন্ন রাখা এবং ফাইল পত্র গুছিয়ে রাখা

কোন কোন দিন কাজের খুব একটা চাপ থাকে না । সেই দিনগুলোতে নিজের ফাইল পত্রগুলো গুছিয়ে নেয়া যেতে পারে। আমি যে সব পদক্ষেপ নেই তা হলো:

  • সব কিছু সহজ ভাবে গুছিয়ে রাখতে চাই।
  • ভিন্ন ভিন্ন ফোল্ডারে ভিন্ন ভিন্ন ফাইল সংরক্ষন করি।
  • ফাইলের নামগুলো কাজের বিবরন অনুসারে দেই।
  • হার্ড কপিগুলো ক্লিপ দিয়ে আটকিয়ে ফাইল বন্দি করে রাখি।
  • সপ্তাহে একদিন এই কাজগুলো করি।

৫. ডিজাইন টুল, রিসোর্স সংগ্রহ করে গুছিয়ে রাখা

প্রত্যেক ডিজাইনারেরই অনেকগুলো টুলস আর রিসোর্স দরকার পরে, সময় মতো সঠিক টুলস না পেলে কাজ করতে অনেক অনেক ঝামেলা পোহাতে হয়। তাই ডিজাইনের প্রয়োজনীয় টুলসগুলো গুছিয়ে আলাদা আলাদা ফোল্ডারে রাখা দরকার। প্রয়োজনিয় সাইটগুলোর লিঙ্ক বুকমার্ক করে রাখুন।

যে সব ফাইল দরকার হয়:

১.ফটোশপের একশন, ব্রাশ প্লাগইন ইত্যাদি

২. ফন্ট

৩. আইকন

৪. কাজের উদাহরন ও নতুন আইডিয়া পেতে বিভিন্ন ডিজাইনারের কাজ সমুহ

৫. ছবি

৬. পিএসডি ফাইল

৭. ভেক্টর

ইত্যাদি।

সূত্র: http://www.jadgraphics.net/blog/graphic-designer-should-do/

4 thoughts on “গ্রাফিক ডিজাইনারের জন্য করনীয়”

  1. Pingback: বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » অতি প্রয়োজনীয় ভেক্

  2. Wow, superb blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your website is excellent, as well as the content!. Thanks For Your article about গ্রাফিক ডিজাইনারের জন্য করনীয় | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment