বিটকয়েন কি? চলুন বিটকয়েন ইনকাম করি আয় করুন প্রতি ৫ মিনিটে ১০০০ সাতোশি

আসসালামু আলাইকুম, আমি মোঃ আব্দুল্লাহ। http://bitcoFaucet.Com এর Owner.
আজকে আপনাদের সাথে বিটকয়েন নিয়ে কথা বলবো। বিটকয়েন কি? কিভাবে বিটকয়েন আয় করতে হয়? ইত্যাদি চলুন শুরু করা যাক।

[tutoadsense]

বিটকয়েন কি?
বিটকয়েন হচ্ছে Virtual Currency বা মুদ্রা। যেটা টাকা, ডলারের মত ধরা যায় না, ছোঁয়া যায় না। এর ক্ষুদ্রতম একক হচ্ছে সাতোশি | এটা অনলাইনেই থাকে এবং অনলাইনেই লেন্দেন হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার আর লেন্দেনকারীর মাঝে কোনো তৃতী পক্ষ থাকবে নাহ। এটি রাখতে এবং লেন্দেন করতে একটা ওয়ালেট প্রয়োজন।
ওয়ালেটের মধ্যে  http://blockchain.info এবং http://Coinbase.com খুব জনপ্রিয়।
আপনি বিটকয়েন ঠিকানা এর সাহায্যে খুব সহজে লেন্দেন সম্পূর্ণ করতে পারবেন।

[tutoadsense]

কিভাবে বিটকয়েন আয় করা যায়?
এই প্রশ্নটার উত্তর অনেকে অনেকভাবে দিবে তবে অনেক উপায় রয়েছে সবটার পিছনে না দৌড়ে প্রয়োজনীয় গাইডলালাইন ফলো করা উচিত |

বিটকয়েন আয়ের উপায় গুলোকে
সাধারণত ৩ টি ভাগে ভাগ করা যায়।

১. বিটকয়েন মাইনিং
২. বিটকয়েন PTC
৩. বিটকয়েন Faucet

[tutoadsense]

বিটকয়েন মাইনিং
আপনি আপনার Computer এর সিপিইউ ইউজ করে বিটকয়েন মাইনিং করতে পারবেন তবে এর জন্য আপনার প্রয়োজন অনেক শক্তিশালী পিসি। সারাদিন পিসিতে মাইনিং চালু রাখলে ও আপনার আয় ১ ডলারের বেশি হবে নাহ

বিটকয়েন পিটিসি
পিটিসি মানে তো বুঝেনই এড দেখে আয়। কিন্তু প্রব্লেম হচ্ছে তারা যা এড দেয় অইটায় অই দিনের আয় ওইদিন আর নতুন এড আসে না তাই ভালো ইনকাম হয় নাহ

[tutoadsense]

বিটকয়েন Faucet
এটি এমন এক সাইট যেখানে সাইটের মালিক এড থেকে আয় করবে এবং তার আয়ের একটা শেয়ার ইউজারদের সাথে শেয়ার করা হবে। ইউজাররা ৫-৬০ মিনিট পর পর ক্লেইম করে আনলিমিটেড বিটকয়েন আয় করতে পারবে। এই পধ্যতিটাই বেস্ট

আয় করুন আমার নিজের Faucet সাইট থেকে

অনেকদিন ধরে কাজ করার পর, বিটকয়েন আয়ের উপর একটি ওয়েব সাইট তৈরি করলাম। সাইটটি মূলত Bitcoin Faucet সাইট।
সাইটের ঠিকানাঃ http://bitcofaucet.Com

[tutoadsense]

এই সাইটে ব্যবহারকারীরা প্রতি 5 মিনিট পর পর ক্লেইম করতে পারবে। প্রতি ক্লেইমে 7 -1000 সাতশি করে দেওয়া হবে। তবে দিনে 120 বারের বেশি ক্লেইম করা যাবে না, এতে সিস্টেম আইডি ব্যান করে দিবে। মূলত Bot Action প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কোনো ইউজার যদি টানা অনেকদিন ধরে আমাদের সাইট ব্যবহার করে (প্রতিদিন কমপক্ষে একবার ক্লেইম) তাহলে নিচের তথ্য অনুযায়ী আমরা তাকে সিনিওরিটি বোনাস প্রদান করি। সিনিওরিটি বোনাস মূল একাউন্টে সরাসরি যোগ হয়ে যাবে।
1st month – 5%
2nd month – 8%
3rd Month – 10%
4th month – 12%
5th Month – 14%
6th month – 16%
7th month – 18%
8th month – 20%
9th month – 22%
10th month – 24%
11th month – 26%
12th month 30%

আমাদের সাইটের রেফারেল কমিশন নির্ধারণ করা হয়েছে 10%। আপনি যদি আপনার রেফারেল লিংক ব্যবহার করে কাউকে রেফার করেন তাহলে আপনি তার আয়ের 10% পাবেন।

মিনিমাম withdrawal is 30000 satoshis via faucethub

ব্যালেন্স ৩০ হাজার সাতশি বা এর উপর হলে প্রতি রবিবার ম্যানুয়ালি পেমেন্ট করা হয়।

আশা করছি আপনি আমাদের সাইটটি ব্যবহার করবেন এবং আপনার বন্ধুদের সাথে আমার সাইটের কথা শেয়ার করবেন।

আর হ্যা, ইনশা আল্লাহ একটা পেমেন্ট ও মিস হবে নাহ।

Stay Connected with me http://fb.com/blogger.abdullah

Have a nice day!

Leave a Comment