ফটোশপ লাইটরুম সিসি ২০১৭ এর ২০ টি ভিডিও টিউটোরিয়াল

Adobe Photoshop Lightroom কী?

লাইটরুম হলো Adobe কোম্পানির একটা software যেটা ছবির ব্যবস্থাপনা এবং এডিটিং এর কাজের জন্য অনেক জনপ্রিয়। লাইটরুমের মাধ্যমে ফটোগ্রাফাররা ছবি ক্যামেরা থেকে import করা সহ সাজানো, এডিটিং, export ইত্যাদি সব কাজ করতে পারে। লাইটরুম এমনভাবে বানানো হয়েছে যাতে আপনি অনেক গুলো ছবি কম সময়ে অনেক সুন্দর করে এডিটিং করতে পারেন।

লাইটরুমের মাধ্যমে কি কি করা যায়?

  • ১। ছবি ক্যামেরা থেকে import, sorting, organizing, editing সহ export ইত্যাদি সব কাজ আপনি লাইটরুমে করতে পারবেন।
  • ২। ছবি Retouching এর ক্ষেত্রে লাইটরুম ব্যবহার করা অনেক সহজ এবং সময় সাশ্রয়ী।
  • ৩। লাইটরুমের অসংখ্য Preset থেকে আপনি আপনার মন মতো একটি সিলেক্ট করে এক ক্লিকেই ছবির এডিটিং করতে পারবেন। এছাড়াও আপনি নিজের মতো Preset বানাতে পারবেন।
  • ৪। লাইটরুম Post production এর কাজও অনেক সহজ করে দেয়। ছবিতে ট্যাগ দেওয়া, Metadata দেওয়া, Copyright করা ইত্যাদি কাজ মুহূর্তেই লাইটিরুমে করা যায়।

 

কোর্সটি কাদের জন্য?

আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান, আপনি যদি চান নিজের ছবি নিজেই editing, retouching করবেন অথবা আপনার যদি ছবি এডিটিং এর উপর ফ্রীলেন্সিং কাজ করার ইচ্ছা থাকে তাহলে এই কোর্সটি আপনার জন্য।

কোর্সটি করলে কি কি করা যাবে?

  • ১। আপনি ছবি Editing, Retouch, Color correction ইত্যাদি সব কাজ লাইটরুমে কিভাবে করে তা শিখতে পারবেন।
  • ২। একটি সাধারণ ছবিতে কিভাবে অসাধারণ একটা লুক দেওয়া যায় তা শিখতে পারবেন।
  • ৩। লাইটরুমের সব ধরনের টুলস এবং প্যানেলের ব্যবহার বিস্তারিত জানতে পারবেন।
  • ৪। কোর্সটি করলে আপনি লাইটরুম ব্যবহার করে শীঘ্রই একজন দক্ষ Photo editor হতে পারবেন।

ভিডিও সিরিজটি ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুন

 

 

Leave a Comment