হার্ডডিস্কের ভিতরের অংশ [ভিডিও]

হার্ডডিস্ক বা হার্ডডিস্ক ড্রাইভ বা HDD মূলতঃ ডিজিটাল ডাটা সংরক্ষণ করে রাখার মাধ্যম। পৃথিবীর বিশাল ডাটাগুলোর অধিকাংশই হার্ডডিস্কে সংরক্ষিত।

হার্ড ডিস্ক মূলত এক ধরনের ম্যাগনেটিক ডিস্ক। ঘুরতে থাকা ডিস্কের মধ্যে ম্যাগনেটিক চার্জ থাকা না থাকার হিসেবে শূর্ণ এবং এক নির্ধারন করে ডিজিটাল ডাটা সংরক্ষিত হয়।

ম্যাগনেটিক ডাটা বিদ্যুৎ না থাকা অবস্থায়ও অক্ষত থাকে তাই এটি Non volatile মেমরী। অনেক বেশি তথ্য সংরক্ষণ করার ক্ষমতার কারনে এখনো হার্ডডিস্ক সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।

আমরা ভিডিওতে একটি হার্ডডিস্ক খুলে এর বিভিন্ন অংশ দেখবোঃ

Leave a Comment