স্যামসাং নিয়ে এলো আলট্রা ওয়াইড ৪৯ ইঞ্চি ৯:৩২ মনিটর

অনেকে দুইটি মনিটর নিয়ে কাজ করে। কেউ হয় তো একদিকে গেম খেলা আরেকদিকে ফেসবুকিং করে। কেউ হয়তো একদিকে কোডিং আরেক দিকে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ। এই সমস্যা এখন সমাধন হয়ে গেল এক মনিটরেই।

মূলত গেমিং এর জন্য এই মনিটর বানানো হয়েছে। তবে আপনি অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন। আমি সহজ রিভিউ দিচ্ছি।

১. গেম স্ক্রিনের একটা অংশ দেখা যায় এবং আরেকটা অংশ দেখা যায় না এই সমস্যা সমাধনে মনিটরটি ৪৯ ইঞ্চি। ১৮০০আর কার্ভ।

২. কোয়ান্টাম ডট টেকনোলজী ব্যবহার করা হয়েছে। QLED স্ক্রিন হওয়ায় এটিতে বিলিয়ন শেড দেওয়া সম্ভব।

৩. অনেক বেশি ব্রাইট ও কনট্রাস্ট করা যাবে যার ফলে উজ্জল অংশ বেশি উজ্জল এবং অনুজ্জল অংশ বেশি অন্ধকারাচ্ছন্ন হবে যা গেমারদের ভিন্ন অনুভূতি দিবে।

৪.ভিন্ন ভিন্ন গেমের জন্য ভিন্ন ধরনের সেটিং সেট করে নিতে পারেন।

৫. একাধিক কাজ করার জন্য মনিটরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগও করে নিতে পারবেন।

Leave a Comment